আবারও SIR আতঙ্কে মৃত্যু বঙ্গে, আত্মঘাতী নদীয়ার প্রৌঢ়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০.৫০: ইনিউমারেশন পর্ব শেষ হয়েছে কিন্তু কিছুতেই মিটছে আতঙ্ক। SIR আতঙ্কে জারি মৃত্যু মিছিল। এবার SIR আতঙ্কে আত্মহত্যা করলেন রানাঘাটের নোকারি অঞ্চলের এক প্রৌঢ়। মৃতের নাম সুশান্ত বিশ্বাস, বয়স প্রায় ষাট বছর। এই নিয়ে SIR আতঙ্কে রাজ্যে প্রায় ৪৪ জনের মৃত্যু হল। আজ, রবিবার সকালে ওই বৃদ্ধকে ঘরের মধ্যে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ভোটার তালিকায় নাম থাকবে কি-না তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। মাঝে মাঝেই বলতেন, হয়তো দেশ ছাড়তে হবে, না-হলে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। উদ্বেগ থেকেই গতকাল রাত থেকে বুকে ব্যথা শুরু হয়।
ফর্ম পূরণ করেছিলেন। কিন্তু আতঙ্ক কাটছিল না। বাড়ি থেকে বেরনো বন্ধ করে দিয়েছিলেন। নিজের ঘর থেকে বৃদ্ধের গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার হল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সুশান্ত বিশ্বাসের বাড়ি ধানতলা থানা এলাকার মাটিকুমড়া মধ্যপাড়ায়। মৃতের স্ত্রী নমিতা বিশ্বাসের অভিযোগ, SIR নিয়ে আতঙ্কে স্বামী কথাবার্তা প্রায় বন্ধ করে দিয়েছিলেন। সারাক্ষণ SIR নিয়েই কথা বলতেন। ফর্মপূরণ করার পরও তাঁর আতঙ্ক কাটছিল না। জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকার সুশান্ত বিশ্বাসের মায়ের নাম ছিল। তারপরও ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার আতঙ্ক ছিল তাঁর। দেশছাড়া হওয়ার আতঙ্ক কাজ করছিল। প্রতিবেশীরা বোঝালেও কাজ হয়নি।
রাজ্যের নানান জায়গা থেকে SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্র ও শনিবার মালদহে আতঙ্কে দু’জনের মৃত্যুর অভিযোগ উঠেছিল। আজ, রবিবার নদিয়ার রানাঘাট এলাকায় ফের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের আতঙ্কে একজনের মৃত্যু হল।
যা নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তাঁদের অভিযোগ, “এজন্য দায়ী বিজেপি। বিজেপি SIR নিয়ে প্রচার চালাচ্ছে, যাদের ২০০২ সালে ভোটার লিস্টে নাম নেই, তাদের ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। এমনকী ওপার বাংলা থেকে আসা মানুষদের এদেশ ছেড়ে ফিরে যেতে হবে। মানুষের মধ্যে ভীতি-আতঙ্ক ঢুকিয়ে দিচ্ছে বিজেপি।”