SIR: ৪ ডিসেম্বর নয়, ২৫ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে ডিজিটাইজেশন, জেলাশাসকদের নির্দেশ কমিশনের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৫: বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (SIR) নিয়ে ফের কড়া বার্তা দিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের সমস্ত জেলাশাসককে (District Magistrate) নির্দেশ দেওয়া হয়েছে যে, ভোটার তালিকার (voter list) ডিজিটাইজেশন (Digitization) প্রক্রিয়া ৪ ডিসেম্বর নয়, তার আগেই ২৫ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে।
কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমার আগেই কাজ শেষ না হলে পরবর্তী ধাপের কাজ ব্যাহত হবে। তাই কোনও অজুহাত নয়, নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে। কমিশন মনে করছে, বুথ লেভেল অফিসারদের (BLO) উপর প্রবল চাপ রয়েছে। তবুও কাজ সম্পূর্ণ করার দায়িত্ব তাঁদেরই।
সূত্রের দাবি, কমিশন জেলাশাসকদেরও সতর্ক করেছে। বলা হয়েছে, বিএলওরা ভাল কাজ করছেন, তবে এক শতাংশ বিএলও রাজনৈতিক চাপে পড়ে যাতে শাস্তির মুখে না পড়েন, তা দেখার দায়িত্ব জেলাশাসকদের। অর্থাৎ, শুধু মাঠপর্যায়ের কর্মী নয়, জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদেরও এখন কমিশনের নজরে রাখা হচ্ছে।
প্রসঙ্গত, প্রশিক্ষণ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন একাংশ বুথ লেভেল অফিসার (BLO)। কারও ব্রেন স্ট্রোক, কারও সেরিব্রাল অ্যাটাক, আচমকা নানা সমস্যার সম্মুখীন তাঁরা। অনেক সময় নথিপত্র ফেলে কান্নায় ভেঙে পড়ছেন। প্রশ্ন উঠছে, এর নেপথ্যে কি প্রবল কাজের চাপ, নাকি অসহনীয় মানসিক চাপ? নাকি দু’টিই একসঙ্গে? BLO-দের বক্তব্য, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা SIR-এর কাজ করতে গিয়ে প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাঁদের।
প্রথমে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম (Enumeration form) বিলি করতে হয়। এরপর পূরণ করা ফর্ম সংগ্রহ করতে হয়। সবশেষে ভোটারদের তথ্য BLO অ্যাপে তুলতে হয়। এই চাপের মধ্যে ডেটা এন্ট্রির (Data entry) সময় অনিচ্ছাকৃত ভুলও হয়ে যাচ্ছে। কমিশনের ওয়েবসাইটে বুধবার পর্যন্ত ‘এডিট’ অপশন থাকলেও, বৃহস্পতিবার তা উধাও হয়ে যায় বলে অভিযোগ BLO-দের একাংশের। তাঁদের অনেকেই প্রযুক্তি-সচেতন নন। ফলে মোবাইল ফোনে তথ্য তুলতে সময় লাগছে। তার ওপর রয়েছে কমিশনের নির্ধারিত সময়সীমার চাপ। সূত্রের খবর, ৪ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা থাকলেও, ২৫ নভেম্বরের মধ্যেই কাজ শেষ করতে বলা হয়েছে BLO-দের। এই পরিস্থিতিতে হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে।
এই প্রেক্ষাপটে মুখ্য নির্বাচন কমিশনারকে (Election Commissioner) সরাসরি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। BLO-দের মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করে তিনি SIR স্থগিতের দাবি জানিয়েছেন।
জ্ঞানেশ কুমারকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, চলমান প্রক্রিয়া স্থগিত করতে হস্তক্ষেপ করুন, দমনমূলক পদক্ষেপ বন্ধ করুন, যথাযথ প্রশিক্ষণ ও সহায়তা দিন এবং বর্তমান পদ্ধতি ও সময়সীমা পুনর্বিবেচনা করুন। তাঁর বিশ্বাস, কমিশন দ্রুত পদক্ষেপ নেবে। কিন্তু মুখ্যমন্ত্রীর সেই আবেদন সত্ত্বেও কমিশন সময়সীমা এগিয়ে এনে কার্যত জেলাশাসকদের উপর বাড়তি চাপ তৈরি করছে বলে অভিযোগ ওয়াকিবহাল মহলের।