SIR: মোদীর রাজ্যেই আকাশছোঁয়া ‘ভূতুড়ে’ ভোটার! কমিশনের রিপোর্টে চাপে বিজেপি

December 20, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজ নিয়ে পশ্চিমবঙ্গে শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছিল বিজেপি। কিন্তু পরিসংখ্যান প্রকাশ্যে আসতেই কার্যত ‘উলটপুরাণ’ দেখল রাজনৈতিক মহল। তথ্যে দেখা যাচ্ছে, বাংলার তুলনায় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাটে ভোটার তালিকা থেকে বাদ পড়া নামের সংখ্যা অনেক বেশি। পাশাপাশি মধ্যপ্রদেশ থেকেও বাদ পড়তে চলেছে বিপুল সংখ্যক ভোটারের নাম। এই পরিসংখ্যান সামনে আসতেই প্রবল চাপে পড়েছে গেরুয়া শিবির।

বাংলার পাশাপাশি গুজরাট এবং মধ্যপ্রদেশেও এই মুহূর্তে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া চলছে। গত মঙ্গলবার, ১৬ ডিসেম্বর বাংলায় প্রকাশিত খসড়া ভোটার তালিকায় দেখা গিয়েছে, রাজ্য থেকে মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম বাদ পড়েছে। এই পরিসংখ্যান সামনে আসার পরই বাংলার নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলতে আসরে নেমেছিল বিজেপি। ‘ভূতুড়ে’ ভোটার বা ছাপ্পা ভোটের অভিযোগ তুলে শাসকদলকে বিঁধতে শুরু করে তারা।

কিন্তু মুদ্রার উল্টো পিঠ দেখা গেল গুজরাটের পরিসংখ্যানে। তথ্য অনুযায়ী, গুজরাটে ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে ৭৩.৭ লক্ষ নাম। যা বাংলার তুলনায় অনেকটাই বেশি। গুজরাটের মোট ভোটারের ৮৫.৫ শতাংশ তাদের ফর্ম জমা দিয়েছিলেন। বাকিদের মধ্যে ৭৩.৭ লক্ষ নাম তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে। এর মধ্যে ৫১.৮৬ লক্ষ ভোটার (১০.২০ শতাংশ) ‘স্থানান্তরিত’ বা ‘অনুপস্থিত’ এবং ১৮.০৭ লক্ষ (৩.৫৫ শতাংশ) ভোটারের নাম ‘মৃত’ হিসেবে নথিভুক্ত হয়েছে। এছাড়াও ৩.৮১ লক্ষ ডুপ্লিকেট বা একাধিক স্থানে নাম থাকা ভোটার শনাক্ত করা হয়েছে। মোদীর গড়ে এই বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

অন্যদিকে, মধ্যপ্রদেশেও ভোটার তালিকা সংশোধনের প্রথম ধাপ বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হয়েছে। আগামী মঙ্গলবার সেখানে প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, মধ্যপ্রদেশে প্রায় ৪২ লক্ষ নাম বাদ পড়তে চলেছে। ২০২৫ সালের ২৭ অক্টোবরের তথ্য অনুযায়ী, রাজ্যে মোট ভোটার ছিলেন ৫ কোটি ৭৪ লক্ষ ৬ হাজার ১৪৩ জন। স্ক্রিনিং প্রক্রিয়ায় দেখা গিয়েছে, প্রায় ২২.৫ লক্ষ ভোটার পাকাপাকিভাবে ঠিকানা বদল করেছেন। এছাড়া ৮.৪ লক্ষ মৃত, ৮.৪ লক্ষ অনুপস্থিত এবং ২.৫ লক্ষ ডুপ্লিকেট ভোটারের নাম চিহ্নিত করা হয়েছে, যা খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হবে না।

বাংলার ক্ষেত্রে বাদ পড়া ৫৮ লক্ষ নামের মধ্যে ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন মৃত, ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন অনুপস্থিত এবং ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন নিখোঁজ বলে চিহ্নিত হয়েছে। এছাড়া ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮ জন ‘ভূতুড়ে’ ভোটার এবং ১ লক্ষ ৩৮ হাজার ডুপ্লিকেট নাম বাদ দেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলার এসআইআর বা ভোটার তালিকা সংশোধন নিয়ে বিজেপি যে সুর চড়িয়েছিল, তাদের শাসিত দুই রাজ্যের পরিসংখ্যান সেই অভিযোগের ধার অনেকটাই কমিয়ে দিল। বিশেষত গুজরাটের ৭৩ লক্ষ নাম বাতিলের ঘটনা বিজেপির কাছে যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen