এক নির্বাচন কমিশনারের সতর্কবার্তা উপেক্ষা করে SIR? কমিশনের ফাইলের নোট ফাঁস!

December 2, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৫৪: SIR নিয়ে তুঙ্গে বিতর্ক। সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা চলছে। এই আবহে প্রকাশ্যে এল কমিশনের ফাইলের নোট। এক ইংরেজি দৈনিক, প্রতিবেদনে দাবি করেছে, SIR নিয়ে নিয়ে শুরুতে সতর্কবার্তা দিয়েছিলেন তিন নির্বাচন কমিশনারের অন্যতম সুখবীর সিং‌ সান্ধু। ‌কমিশনের ফাইলে‌ তিনি মন্তব্য লেখেন, “সত্যিকারের ভোটার বা নাগরিকরা, বিশেষ করে বৃদ্ধ, অসুস্থ, প্রতিবন্ধী, দরিদ্র এবং অন্যান্য দুর্বল গোষ্ঠী যাতে হয়রানির শিকার না হয় এবং তাদের সুবিধা দেওয়া হয় সেদিকে খেয়াল রাখা উচিত।”

চলতি বছরের ২৪ জুন প্রথম বিহারে SIR শুরু করতে নির্দেশ জারি করেছিল নির্বাচন কমিশন। ওই দিন সকালে খসড়া নির্দেশিকায় সান্ধু, এই সতর্কবার্তা নথিভুক্ত করেন। কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) এই নিয়ে কোনরকম আলোচনা না-করেই চূড়ান্ত বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেন। ‌কাজটি এত দ্রুততার সঙ্গে করা হয়েছিল যে, খসড়া নোটটি অফিসারদের মধ্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিলি করা হয়। ওই দিন বিকালে চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করে কমিশন। তারপর দেশজুড়ে বিতর্ক শুরু হয়। ‌বিরোধীরা যে আপত্তি বার বার জানিয়েছিলেন, কমিশনার সান্ধু নিজের নোটে তা-ই উল্লেখ করেছিলেন।

২৪ জুনের চূড়ান্ত আদেশের ৮ নম্বর অনুচ্ছেদে, নির্বাচন কমিশন জানায়: “যদিও, সংবিধানের ৩২৬ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক পূর্ব‌ শর্তগুলির মধ্যে একটি হল যে, ভোটার তালিকায় নাম নিবন্ধিত হওয়ার জন্য একজন ব্যক্তির ভারতীয় নাগরিক হওয়া আবশ্যক। ফলস্বরূপ, কমিশনের একটি সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে যে কেবলমাত্র নাগরিক ব্যক্তিদেরই তা নিশ্চিত করা উচিত;”

কমিশনের ফাইলে বাক্য শেষ হচ্ছে সেমিকোলন-র মাধ্যমে। অর্থাৎ অসম্পূর্ণ বাক্য! অনুমান করা যায়, SIR নিয়ে তিন কমিশনারের অবস্থান এক ছিল না। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যখন দ্রুততার সঙ্গে SIR করতে তৎপর তখন আর এক কমিশনার সান্ধু ধীরে চলার বার্তা দেন। ‌কমিশনের ফাইলের নোট ফাঁস হওয়ায় স্পষ্ট হয়েছে, কেবল বিরোধী রাজনৈতিক দলগুলিই নয়, SIR নিয়ে তাড়াহুড়ো না-করার জন্য সতর্ক করেছিলেন এক কমিশনারও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen