SIR in Bengal: নজরে ৩২ লক্ষ ভোটার! ২৭ ডিসেম্বর থেকেই শুরু গুরুত্বপূর্ণ হিয়ারিং প্রক্রিয়া

December 20, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:২৩: শনিবার থেকেই রাজ্যজুড়ে শুরু হয়ে গেল ‘স্পেশাল ইনটেলিজেন্ট রিভিশন’ বা এসআইআর (SIR)-এর জন্য ভোটারদের হিয়ারিংয়ের নোটিস পাঠানোর প্রক্রিয়া। নির্বাচন কমিশনের সিইও দপ্তর সূত্রে খবর, আগামী ২৭ ডিসেম্বর থেকেই এই হিয়ারিং পর্ব শুরু হতে পারে। রাজ্যের প্রায় ৩২ লক্ষ ভোটারকে এই যাচাই প্রক্রিয়ার জন্য ডাকা হতে পারে বলে জানা গিয়েছে।

দপ্তর সূত্রে খবর, আপাতত ভোটারদের কাছে হিয়ারিংয়ের নোটিস পাঠানো হচ্ছে ইংরেজি ভাষায়। তবে রাজ্যের গ্রামীণ বা আঞ্চলিক ভাষায় স্বাচ্ছন্দ্যবোধকারী ভোটারদের কথা মাথায় রেখে যাতে আঞ্চলিক ভাষাতেও নোটিস পাঠানো যায়, সেই মর্মে নির্বাচন কমিশনের কাছে বিশেষ আবেদন জানিয়েছে রাজ্যের সিইও দপ্তর।

গত ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই এই হিয়ারিং প্রক্রিয়া নিয়ে প্রশাসনিক মহলে তৎপরতা ছিল। পরিকল্পনা অনুযায়ী ১৭ ডিসেম্বর থেকে নোটিস পাঠানোর কাজ শুরু হওয়ার কথা থাকলেও, প্রক্রিয়াটি কিছুটা বিলম্বিত হয়। সিইও দপ্তর আগেই জানিয়েছিল যে বড়দিনের উৎসবের আগে হিয়ারিংয়ের কাজ শুরু করা সম্ভব হবে না। সেই সময়সীমা মেনেই ২৭ ডিসেম্বর থেকে কাজ শুরুর সম্ভাবনা জোরালো হয়েছে।

হিয়ারিং প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নজরদারির ব্যবস্থা করছে কমিশন। এই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে মোট ৩,৫০০ জন মাইক্রো অবজ়ার্ভার নিয়োগ করা হচ্ছে। শনিবার এই বিষয় নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজকুমার আগরওয়াল।

রেল, ব্যাঙ্ক এবং বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। আগামী ২৪ ডিসেম্বর মাইক্রো অবজ়ার্ভারদের বিশেষ প্রশিক্ষণের (ট্রেনিং) ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মাইক্রো অবজ়ার্ভার নিয়োগের অনুমতি চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিল সিইও দপ্তর (CEO Office)। কমিশনের সবুজ সংকেত পাওয়ার পরেই কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানগুলি থেকে এই আধিকারিকদের নিয়োগ করা হচ্ছে।

মূলত ইআরও (ERO) এবং এইআরও (AERO)-দের কাজের ওপর নজরদারি চালাবেন এই মাইক্রো অবজার্ভাররা। ভোটারদের জমা দেওয়া নথিপত্র, জন্ম-মৃত্যুর শংসাপত্র এবং বিভিন্ন ফর্ম যাচাইয়ের কাজেও তাঁরা বিশেষ ভূমিকা পালন করবেন বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen