SIR in Bengal: বাবা-ঠাকুরদার পরিচয় নিয়ে আসুন, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪৫: NRC আতঙ্কে আগরপাড়ায় নিহত প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission of India) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
আগরপাড়ার মহাজাতি নগরের বাসিন্দা ৫৭ বছর বয়সী প্রদীপ করের (Pradeep Kar) ঝুলন্ত দেহ উদ্ধারের পর তাঁর সুইসাইড নোটে NRC-কে দায়ী করার দাবি ঘিরে বিতর্ক ছড়ায়। অভিষেক বলেন, “প্রদীপবাবু স্পষ্ট লিখে গেছেন, ‘আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি’। এরপরও বিজেপি (BJP) রাজনীতি করছে। আমি লজ্জিত, একটা রাজনৈতিক দল এতটা নীচে নামতে পারে!”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এলাকায় বিজেপি নেতারা এলে তাঁদের ঘিরে ধরবেন, বেঁধে রাখবেন, জানতে চাইবেন- ‘বাবা-ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপরে প্রচার করতে আসবি।’” তবে তিনি সতর্ক করে দেন, “গায়ে হাত দেবেন না। আমরা কারও গায়ে হাত তোলায় বিশ্বাসী নই।”
অভিষেক প্রশ্ন তোলেন, “অমিত শাহ বা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ২০০২ সালের ভোটার তালিকায়? দেখাতে পারবেন?” তিনি দাবি করেন, “যাঁরা কমিশনের কর্মী, তাঁদের সকলের বাবা-ঠাকুরদার নাম আছে কি না, সেটাও খতিয়ে দেখা উচিত।”
তিনি ঘোষণা করেন, “এখন বাংলার একটাই স্বর- জাস্টিস ফর প্রদীপ কর। আগামীকাল রাজ্যজুড়ে তৃণমূল প্রতিবাদ মিছিল করবে।” নিহতের পরিবারকে আশ্বস্ত করে বলেন, “আমরা আপনাদের পাশে আছি। যাঁদের জন্য এই মৃত্যু, তাঁদের জেলে পাঠাবই।”
অভিষেকের অভিযোগ, “বাংলায় বারবার হেরে গিয়ে এবার ভোটার তালিকা থেকেই প্রকৃত ভোটারদের নাম বাদ দিতে চাইছে বিজেপি। কমিশনকে ব্যবহার করছে।” তিনি হুঁশিয়ারি দেন, “SIR বা NRC-র নামে যদি একটা নামও বাদ যায়, তাহলে এক লক্ষ লোক নিয়ে দিল্লিতে ঘেরাও করব। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থাকতে বাংলা থেকে একটা নামও বাদ যাবে না। আমার বুকের রক্ত দিয়ে হলেও তা রক্ষা করব।”