SIR in Bengal: শুক্রে ভার্চুয়াল বৈঠক অভিষেকের, ভোটার তালিকার সংশোধন নিয়ে কী বার্তা দেবেন তৃণমূলের সেনাপতি?

October 30, 2025 | < 1 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১০:২২: বাংলায় শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। রাজ্যের শাসক দলের বক্তব্য, একজনও বৈধ ভোটারের নাম যেন বাদ না পড়ে। ইতিমধ্যে SIR-র আতঙ্কে একজন আত্মহত্যা করেছেন। আর একজন আত্মঘাতী হওয়ার চেষ্টা করে এখন হাসপাতালে চিকিৎসাধীন। এই আবহে বিশেষ বৈঠক ডাকল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, বৈঠকের বিষয় সম্ভবত SIR।

জানা যাচ্ছে, শুক্রবার বিকেল চারটের সময় ভার্চুয়াল মাধ্যমে এই বিশেষ বৈঠক হবে। রাজ্য ও জেলা নেতৃত্বদের এই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। বৈঠকে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে, SIR নিয়ে সাধারণ মানুষের পাশে থাকা এবং সহযোগিতা করার বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা হবে বৈঠকে। দলের কর্মীদের উদ্দেশ্যে একাধিক নির্দেশ দিতে পারেন তৃণমূলের সেনাপতি।

খুব শীঘ্রই SIR-র বিরুদ্ধে রাজ্যব্যাপী কর্মসূচি নিতে পারে তৃণমূল। মিছিল, সভা ইত্যাদির আয়োজন হতে পারে। সূত্রের খবর, ব্রিগেডে সভা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকালের বৈঠকে সে বিষয় আলোচনা ও নির্দেশ দেওয়া হতে পারে। অন্যদিকে, আজ, বৃহস্পতিবার দলের বুথ লেভেল এজেন্টদের সঙ্গে সাক্ষাৎ করবে তৃণমূল নেতৃত্ব।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen