SIR in Bengal: গুচ্ছ গুচ্ছ অভিযোগ, কত নালিশ জমা পড়ল কমিশনে?

December 18, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪৬:  খসড়া ভোটার তালিকা প্রকাশ পেতেই সামনে এসেছে একের পর এক অভিযোগ। ইতিমধ্যেই জেলায় জেলায় ভুলত্রুটির অভিযোগ উঠতে শুরু করেছে। অভিযোগ, জীবিত ভোটার কোথাও কোথাও ‘মৃত’ হয়ে গিয়েছেন, আবার কোথাও জীবিতদের ‘নিখোঁজ’ দেখানো হয়েছে। সোমবার পর্যন্ত ছিলেন জীবিত। মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই কেউ কেউ হয়ে গেলেন ‘মৃত’! গুচ্ছ গুচ্ছ অভিযোগ জমা পড়ছে কমিশনে।

দায় এড়াতে কমিশন সব ভুলের দায় ঠেলছে BLO-দের উপরই। অভিযোগ আসতেই, বুধবার থেকে সংশ্লিষ্ট বুথের বিএলওদের শোকজ করা শুরু হয়েছে। জীবিতকে মৃত দেখানোর অভিযোগে রাজ্যজুড়ে প্রায় ১০ জন BLO-কে শোকজ করেছে কমিশন। সেইসঙ্গে AERO-দের শোকজ করা হয়েছে বলে খবর।

ডানকুনির তৃণমূল কাউন্সিলারকে মৃত দেখানোর অভিযোগ সামনে এসেছিল মঙ্গলবারেই। কোচবিহার দক্ষিণ বিধানসভার ৫৪ নম্বর বুথের বাসিন্দা অশ্বিনী অধিকারী ও শিবানী অধিকারী, রাজবংশী দম্পতির অভিযোগ, তাঁরা দু’জনেই ফর্ম পূরণ করেছিলেন। কিন্তু খসড়া তালিকায় তাঁদের মৃত হিসাবে দেখানো হয়েছে। কোচবিহারের দেওয়ানহাটের বাসিন্দা আলিমান বেওয়ারও একই ঘটনা। মাথাভাঙার বাসিন্দা শোভা বর্মন, কাজিমা খাতুন ও রাহুল হোসেনদের ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে। তাঁরা জীবিত। উত্তর দিনাজপুরের চোপড়াতে এমন অভিযোগ উঠেছে। পূর্ব বর্ধমানের কালনার আমলাপুকুরের বাসিন্দা পূর্ণ সাহাকে মৃতের তালিকায় রাখা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের মানিকপুরের বাসিন্দা পিন্টু দাস জীবিত হয়েও বাদের খাতায় ঠাঁই পেয়েছেন মৃত হিসাবে।

এছাড়াও ছবি গরমিলে হাজারও অভিযোগ সামনে আসছে। অভিযোগ, বাঁকুড়া শহরের বাসিন্দা রাজু দে’র নামের পাশে এক মহিলার ছবি ছাপা হয়েছে। পূর্ব মেদিনীপুরের কাসিমুদ্দিন গাজির মেয়ের নাম মহিষাদলের খসড়া ভোটার তালিকায় মনা দাস অধিকারী হিসেবে উল্লেখ রয়েছে।

কমিশন জানিয়েছে, খসড়া তালিকা প্রকাশের পর তৃণমূল কংগ্রেস ৬৮,৫৫৬টি অভিযোগ জানিয়েছে।
সিপিআইএম-র তরফে ৪২,৭৫৯টি, বিজেপির তরফে ৫৫,১৬১টি অভিযোগ জমা পড়েছে কমিশনে। ত্রুটিহীন তালিকা প্রকাশের দাবিতে এসইউসিআই সিইও অফিসে ডেপুটেশন জমা দিয়েছে।
কমিশনের দাবি, BLO-দের ভুলের কারণে এত বিপত্তি হয়েছে। দার্জিলিং-শিলিগুড়ির একজন, মাটিগাড়া-নকশালবাড়ির এক, কোচবিহার দক্ষিণ বিধানসভার তিনজন এবং হুগলির ডানকুনি ও চণ্ডীতলার এক বিএলওকে শোকজ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ERO-দের থেকেও রিপোর্ট চাওয়া হয়েছে। শো কজ করা হয়েছে AERO-দেরও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen