SIR in Bengal: চড়ছে পারদ! একাধিক BLO-কে শো-কজ নোটিশ কমিশনের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪০: বঙ্গে SIR-র জল্পনা নিয়ে তুঙ্গে চড়ছে পারদ। কবে শুরু হবে SIR? উত্তর মিলতে পারে শীঘ্রই! তার আগে একাধিক ব্লক লেভেল অফিসার (BLO)-কে শোকজ করল নির্বাচন কমিশন (Election Commission)। জানা যাচ্ছে, অনেকে কাজে আগ্রহ দেখাচ্ছেন না। দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করায় তাঁদের কারণ দর্শাতে বলা হয়েছে।
কমিশন জানিয়েছে, প্রয়োজনে পুলিশি সহায়তা দেওয়া হবে। বিভিন্ন জেলার প্রশাসনের সঙ্গে ইতিমধ্যে বৈঠক হয়েছে কমিশনের। নিরাপত্তা বিঘ্নিত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, নিরাপত্তার আশ্বাস দেওয়ার পরও শতাধিক বিএলও কাজ করতে চাইছেন না। তাই তাদের শো-কজ নোটিশ ধরানো হয়েছে। কমিশন জানিয়েছে, কারণের যুক্তিতে সন্তুষ্ট না-হলে পদক্ষেপও করা হতে পারে। অভিযোগ, যেসব এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে বা নতুন নাম তোলায় বাধা দেওয়া হয়েছে, সেসব এলাকাতে চাপের মুখে পড়ছেন BLO-রা। কমিশনের কাছে পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানিয়েছে তাঁরা। কিন্তু বিএলওদের শো-কজ নোটিশ ধরানোয় অনেকেই ক্ষুব্ধ।