SIR in Bengal: ‘ইনিউমারেশন পর্ব’ শেষ, শুনানির প্রস্তুতিতে কমিশন

December 10, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:২৩: ইনিউমারেশন ফর্ম পূরণের বর্ধিত মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল, বৃহস্পতিবার। অর্থাৎ ইনিউমারেশন পর্ব শেষ। ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা। তারপর শুরু হবে শুনানি পর্ব। ইতিমধ্যেই কমিশন পরবর্তী পর্বের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে।

কমিশনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার অবধি বাংলায় ৭ কোটি ৬৪ লক্ষ ৪৪ হাজার ২৮১টি ফর্ম ডিজিটাইজ হয়েছে। শতকরা হারে ৯৯.৭৫ শতাংশ। জানা যাচ্ছে, ৯,০৬৩টি ইনিউমারেশন ফর্ম বিলি করা সম্ভব হয়নি। আনম্যাপড ভোটারের সংখ্যা ২৯ লক্ষ। এই ২৯ লক্ষ ভোটারকে শুনানিতে হাজির হতে হবে। খসড়া তালিকা প্রকাশের পর আনম্যাপ হওয়া ভোটারদের শুনানির জন্য নোটিশ পাঠাতে শুরু করবেন ERO-রা। চিঠি পাওয়ার পর নির্ধারিত দিনে ERO অফিসে হাজির হয়ে কমিশন নির্ধারিত ১১টি নথির মধ্যে একটি পেশ করতে হবে তাঁদের। যাঁরা নথি দাখিল করতে পারবেন না, তাঁদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যাবে।

এদিন পর্যন্ত খসড়া তালিকা থেকে নাম বাদ পড়ার সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লক্ষের বেশি। এরমধ্যে মৃত, স্থানান্তরিত ও নিখোঁজ ভোটাররা রয়েছেন। রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া থেকে প্রাপ্ত কয়েক লক্ষ মৃত ব্যক্তির তালিকা CEO অফিসে পাঠিয়েছে কমিশন। সেগুলি মিলিয়ে দেখা হবে।

বহু ভোটার রয়েছেন, যাঁদের নাম ২০০২ সালের তালিকার সঙ্গে ম্যাপিং ও ম্যাচিং হয়ে গেলেও সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে কমিশন। তাঁদেরও শুনানির জন্য ডাকা হতে পারে। কমিশনের প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি ফর্মে থাকা তথ্যের পক্ষে প্রমাণ দাখিল করতে হবে ভোটারদের।

উল্লেখ্য, SIR-এ কেউ জাল নথি পেশ করলে করলে আইন মেনে সাজা হবে। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৩৩৭ ধারা অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তির সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen