SIR in Bengal: আজ থেকে শুনানির নোটিশ পাঠানো শুরু, কারা ডাক পেতে পারেন?

December 18, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪৬: ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। শুনানির জন্য আজ বৃহস্পতিবার থেকে ভোটারদের নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন (Election Commission)। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, আজ, বৃহস্পতিবার থেকে অটো জেনারেটেড চিঠি পাঠানো শুরু হবে শুনানির জন্য। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি পর্ব চলবে। প্রতিটি বিধানসভার একাধিক জায়গায় শুনানি হবে। শুনানি পর্বে প্রামাণ্য নথি হিসাবে কমিশন যে সব নথির কথা উল্লেখ করেছে, তার মধ্যে একটি দাখিল করতে হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

২০০২ সালের (রাজ্যে শেষ SIR হয়েছিল ওই বছর) ভোটার তালিকার সঙ্গে যাঁরা কোনও যোগসূত্র দেখাতে পারেননি অর্থাৎ যাঁদের কোনও রকম ম্যাপিং হয়নি এমন ৩০ লক্ষ ৫৯ হাজার ২৭৩ জন ভোটারকে শুনানি ডাকা হবেই। ‘নো ম্যাপিং’ ভোটারদের প্রত্যেকের কাছে নোটিশ যাবে। কোথায়, কখন, কবে শুনানি হবে, তা নোটিশেই জানিয়ে দেওয়া হবে।

এছাড়াও এক কোটির বেশি ভোটারকে নিয়ে সন্দেহ রয়েছে কমিশনের, যাঁদের বলা হচ্ছে যুক্তিযুক্ত অসঙ্গতি। মোট সংখ্যাটা প্রায় ১ কোটি ৩৬ লক্ষ। তাঁদের নামও খসড়া তালিকায় রয়েছে। তাঁদের তথ্য ফের যাচাই করে দেখবেন বুথ স্তরের আধিকারিকরা। যাচাইপ্রক্রিয়ার পরও যে সমস্ত ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ থেকে যাবে, তাঁদেরই শুনানির জন্য ডাকা হবে। ভোটার কমিশন নির্ধারিত দিনে কোনও কারণে শুনানির জন্য হাজির হতে না-পারলে, বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারলে ভোটারকে শুনানির জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen