SIR in Bengal: জীবিত ভাই, বোন খসড়া তালিকায় হলেন ‘মৃত’ এবং ‘নিখোঁজ’!

December 21, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১১: বহু প্রতীক্ষিত SIR-র খসড়া তালিকা প্রকাশিত হয়েছে গত মঙ্গলবার। তারপর থেকেই গুচ্ছ গুচ্ছ অভিযোগ আসেছে। বাংলায় দিকে দিকে জীবিত ভোটারকে ‘মৃত’ এবং ‘নিখোঁজ’ হিসাবে দেখানোর অভিযোগ উঠেছে। কমিশন সব দায় BLO-র দিকে ঠেলেছেন। এবার আসানসোলে খসড়া ভোটার তালিকায় ৭০ বছরের জীবিত হলেন ‘মৃত’, তাঁর ৮৮ বছরের দিদি ‘নিখোঁজ’!

ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনি বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সালানপুর গ্রামের মাঝি পাড়ায় থাকেন ৭০ বছরের ভীমচন্দ্র মণ্ডল এবং তাঁর দিদি ৮৮ বছরের সারথী মণ্ডল। খসড়া ভোটার তালিকায় তাঁদের নাম খুঁজে পাননি পরিবারের সদস্যরা। খসড়া ভীমচন্দ্র মণ্ডলের নামের পাশে লেখা রয়েছে ‘মৃত’। তাঁর দিদি সারথীর নামের পাশে লেখা ‘নিখোঁজ’। দু’জনেই জীবিত। কিন্তু ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) পরে খসড়া তালিকায় তাঁদের একজন হয়ে গেলেন ‘মৃত’। আর এক জন ‘নিখোঁজ’। এই নিয়ে ক্ষুব্ধ তাঁরা।

তাঁদের পরিবার জানিয়েছে, ২৮ নভেম্বর পরিবারের সকল সদস্য এক সঙ্গেই ইনিউমারেশন ফর্ম পূরণ করে নিজেদের এলাকার BLO-র কাছে জমা দিয়েছিলেন। খসড়া তালিকায় পরিবারের অন্য সদস্যদের নাম থাকলেও দুই প্রবীণ সদস্যের নাম নেই বলে অভিযোগ। তাঁদের বুথের আর এক বাসিন্দা তন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের নামের পাশেও লেখা রয়েছে ‘নিখোঁজ’। আসানসোলে খসড়া ভোটার তালিকায় এমন আরও বেশ কিছু অভিযোগ প্রকাশ্যে এসেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen