SIR in Bengal: শুনানি নিয়ে নয়া নির্দেশ, যাচাই প্রক্রিয়ার তদারকিতে কেন্দ্রীয় সরকারি আধিকারিকেরা

December 19, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩০: খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই একের পর এক অভিযোগ সামনে আসছে। জীবিত ভোটারদের মৃত, অনুপস্থিত দেখানোর অভিযোগ উঠছে। অন্যদিকে, জেলায় জেলায় শুনানির প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার নোটিশ পাঠানোর কাজ শুরু করা যায়নি। আজ, শুক্রবার এই কাজ শুরু হবে বলে খবর। শুনানি নিয়েই সামনে এল বড় খবর। শুনানি পর্বের তদারকি করবেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকেরা। শুক্রবার সকালে এমনই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের বিভিন্ন শুনানিকেন্দ্রে মাইক্রো অবজার্ভার হিসাবে নিয়োগ করা হবে। মূলত কেন্দ্রের গ্রুপ বি বা তার ঊর্ধ্বতন আধিকারিকেরা এই দায়িত্বে থাকবেন। মাইক্রো অবজার্ভার নিয়োগ করতে চেয়ে ১২ ডিসেম্বর কমিশনকে চিঠি দিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। শুক্রবার চিঠির উত্তর এসেছে।

বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান থেকে মাইক্রো অবজার্ভার নিয়োগের অনুমতি দিয়েছে কমিশন। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিকদেরও এ কাজে নিয়োগ করা হতে পারে। শুনানি পর্বে নজরদারির জন্য মাইক্রো অবজার্ভারেরা ৩০ হাজার টাকা সাম্মানিক পাবেন।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অধীনে তাঁরা কাজ করবেন। CEO দপ্তর তাঁদের প্রশিক্ষণ দেবে সিইও দফতর। তাঁদের কাজ হবে, শুনানি পর্বে নির্বাচনী আধিকারিক (ERO) এবং সহকারী নির্বাচনী আধিকারিকদের (AERO) কাজে নজর রাখা। ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি ও সংশোধনে তাঁরা সাহায্য করবেন। এছাড়াও ভোটার তালিকার অসঙ্গতি চিহ্নিত করা এবং বিশ্লেষণ তাঁদের দায়িত্বের অধীনে থাকবে। ইনিউমারেশন ফর্ম, ভোটারদের জন্ম ও মৃত্যুর শংসাপত্র এবং শুনানির জন্য আসা ভোটাদের নথি যাচাই করবেন মাইক্রো অবজার্ভারেরা। জেলা নির্বাচনী আধিকারিকেরা (DEO) এই আধিকারিকদের নিরাপত্তা ও যাতায়াতের বন্দোবস্ত করবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen