SIR in Bengal: ২০০২ নয়, ছিটমহলবাসীদের জন্য কোন সাল মানদণ্ড?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫০: ছিটমহলের ‘ভারতীয় নাগরিকদের’ নিয়ে বিশেষ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
২০০২ নয় তাদের ক্ষেত্রে ভিত্তি বছর ২০১৫ সাল। ছিটমহল বিনিময়ে মোদী-হাসিনা চুক্তির পর ২০১৫ সালে NPR বা জাতীয় নাগরিকপঞ্জি হয়। কমিশন NPR-কেই ভিত্তি হিসাবে উল্লেখ করেছে।
এক দশক আগে এনপিআর থেকে বাদ পড়া ছিটমহলবাসীর তালিকাও প্রস্তুত করেছেন ছিটমহলবাসীরা। সেক্ষেত্রে বাসিন্দার সংখ্যা প্রায় ১,১৫৫ জন। ইতিমধ্যেই তালিকা কোচবিহার জেলা প্রশাসনের কাছে দাখিল করা হয়েছে বলে জানা যাচ্ছে।
কোচবিহারে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বৈঠকের পর রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল জানিয়েছিলেন, সাবেক ছিটমহলবাসীদের কোনও সমস্যা হবে না। কোচবিহারের এক অতিরিক্ত জেলাশাসক জানান, সাবেক ছিটমহলবাসীর বিস্তারিত তথ্য জেলা ও রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে সাবেক ছিটমহলগুলিতে SIR হচ্ছে। তালিকায় সাবেক বাংলাদেশি ছিটের ১৫,৮৫৬ জন এবং সাবেক ভারতীয় ছিট থেকে আসা ৯২১ জনের নাম আছে।
সাবেক ছিটমহলের বাসিন্দারা নাগরিকত্ব হারানোর আশঙ্কায় ছিলেন। তাঁরা এসআইআর ফর্ম পূরণে রাজি হননি। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বৈঠকের পর বাসিন্দারা নিজেদের অবস্থান থেকে সরে এসেছেন। তাঁরা এখন এনিউমারেশন ফর্ম পূরণ করছেন। SIR-র ভিত্তিবর্ষ ছিল ২০০২ সাল।এনিউমারেশন ফর্মে ২০০২ সালের ভোটার তালিকার তথ্য চাওয়া হয়। ছিটমহল ভারতে অন্তর্ভুক্ত হয় ২০১৫ সালে। ফলে ২০০২ সালের তথ্য দেওয়া সম্ভব নয়। তাই নির্বাচন কমিশন সাবেক ছিটমহলের ভিত্তিবর্ষ ২০১৫ সাল করেছে। সেই বছর NPR-র মাধ্যমে দেশের নাগরিকত্ব পেয়েছেন ছিটমহলের বাসিন্দারা।