SIR in Bengal: দেড় কোটির বেশি ভোটারকে নোটিশ, ২৩ ডিসেম্বর থেকে শুরু শুনানি প্রক্রিয়া

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯:৩০: মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। ২০২৫ সালের তালিকা থেকে বাদ পড়েছেন মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জন ভোটার। এই মুহূর্তে রাজ্যের ভোটার সংখ্যা হল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১। খসড়া তালিকা প্রকাশের পর এবার শুনানির প্রস্তুতি শুরু করল কমিশন। সূত্রের খবর, আগামী ২৩ ডিসেম্বর শুরু হবে শুনানি প্রক্রিয়া।
একাধিক জায়গা থেকে খসড়া ঘিরে অভিযোগ আসতে শুরু করেছে। জীবিতদের মৃত বলে দেখানোর অভিযোগ উঠছে। ১৫ জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানানো যাবে। কমিশন জানিয়েছে, ইনিউমারেশন ফর্ম পূরণ করার পরও যদি কোনও ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ গিয়ে থাকে, সেক্ষেত্রে ভোটারকে বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে। ১৫ জানুয়ারি পর্যন্তই বিএলওরা দিনের একটি নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট বুথে বসবেন। তাঁর কাছে অভিযোগ জানানো যাবে। খসড়া তালিকায় যাঁদের নাম থাকবে না, তাঁদের নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে হবে। ৬ নম্বর ফর্ম পূরণ করতে হবে তাঁদের। একই সঙ্গে একটি ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে হবে। ডিক্লারেশন ফর্মে ইনিউমারেশন ফর্মের মতোই তথ্য দিতে হবে। অন্য রাজ্য থেকে আসা ভোটাররা বাংলার ভোটার তালিকায় নাম তুলতে চাইলে, তাঁদের ফর্ম ৮ জমা করতে হবে। তাঁদেরও ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে।
কমিশন সূত্রে খবর, প্রায় ১ কোটি ৬৬ লক্ষ ভোটারকে শুনানির জন্য ডাকা হতে পারে। কমিশন সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনা থেকে সবচেয়ে বেশি সংখ্যক ভোটার ডাক পেতে চলেছেন হিয়ারিংয়ে। সংখ্যাটা ২০ লক্ষেরও বেশি। উত্তর ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ, দুই জেলা থেকেই প্রায় ১৬ লক্ষ ভোটারকে ডাকা হতে পারে বলে খবর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার আগে উপযুক্ত প্রমাণ সহ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ থাকবে। শুনানি পর্বে কমিশন ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা রাখবে বলে খবর। অনলাইনে শুনানিতে যোগ দেওয়া যাবে কি-না, তা এখনও স্পষ্ট করেনি কমিশন। যেখানে ডিএম অফিসে সম্পূর্ণ শুনানির সুযোগ নেই, সেখানে অন্যত্র ব্যবস্থা করা হচ্ছে। বিডিও, এসডিও, এমনকি ভোটকেন্দ্রেও শুনানির ব্যবস্থা করা হচ্ছে।