SIR in Bengal: প্রকাশিত হল বাদ যাওয়া নামের তালিকা, কোথায় দেখবেন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৫২: প্রকাশিত হল বাদ যাওয়া নামের তালিকা। আজ, ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে নাম বাদের তালিকা প্রকাশিত করল নির্বাচন কমিশন। http://ceowestbengal.wb.gov.in/asd_sir ওয়েবসাইটে লগইন করলেই জানা যাবে, ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কিনা।
কমিশন সূত্রে জানা গিয়েছিল, SIR-র ইনিউমারেশন পর্বে বাদ যাচ্ছে ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম। মূলত স্থানান্তরিত, মৃত এবং অন্যত্র নাম রয়েছে এমন নাম বাদ গিয়েছে। এছাড়াও যাঁরা ফর্ম পূরণ করেননি তাদের নামও খসড়া তালিকায় থাকছে না।
নাম বাদ গিয়েছে কিনা দেখবেন কী করে?
অনলাইন এবং অফলাইন দুই ভাবে নাম বাদের তালিকা দেখা যাবে। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে দেখা যাবে। সেখানে নাম ও ভোটার কার্ডের নম্বর দিলে তালিকা দেখা যাবে।
অফলাইনের ক্ষেত্রে, এলাকার বুথ লেভেল অফিসার বা BLO-র কাছে এই তালিকা থাকবে। সেখান থেকেও জানা যাবে ২০২৬-র SIR-এ নাম বাদ গিয়েছে কি-না।
কমিশন আগেই জানিয়েছিল, মূলত তিনটি কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে। সেগুলি হল-
মৃত, স্থানান্তরিত এবং ডুপ্লিকেট। বাদ যাওয়া নামের তালিকার প্রেক্ষিতে অভিযোগ জানানো যাবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে সব অভিযোগ খতিয়ে দেখা হবে। প্রয়োজনে ভোটারদের শুনানিতে ডাকা হবে। তারপর সমস্ত অভিযোগের নিষ্পত্তি করা হবে। যাবতীয় প্রক্রিয়া শেষে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।
উল্লেখ্য, রাজ্যের সব BLO-র কাছে খসড়া ভোটার তালিকার হার্ড কপি থাকবে। নিজের বুথের BLO-র কাছে গিয়ে ভোটারেরা তালিকায় নাম রয়েছে কি-না যাচাই করতে পারবেন। কমিশনের তরফে জানানো হয়েছে, খসড়া তালিকা প্রকাশের দিন থেকে BLO-দের যতটা সম্ভব বুথে উপস্থিত থাকতে বলা হয়েছে। রাজ্যের সব স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে খসড়া তালিকার সফ্ট কপি পৌঁছে দেওয়া হবে। রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের (BLA) হাতেও দেওয়া হবে ভোটার তালিকার হার্ড কপি।