SIR in Bengal: “এটা পুরো অমিত শাহের খেলা”- গিরিরাজের ‘বাংলা এখন বাংলাদেশ’ মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া মমতার

October 28, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৭: SIR (Special Intensive Revision) নিয়ে বঙ্গে রাজনৈতিক উত্তেজনা চরমে। নাগরিকত্ব যাচাইয়ের এই উদ্যোগকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। বিজেপি (BJP) নেতাদের দাবি, SIR একটি স্বচ্ছ ও প্রয়োজনীয় পদক্ষেপ, যেখানে ভোটার তালিকা (Voter List) শুদ্ধিকরণই মূল লক্ষ্য। তবে বিরোধী দলগুলির (Opposition Party) অভিযোগ, এই প্রক্রিয়া আসলে ভোটারদের বাদ দেওয়ার একটি রাজনৈতিক চাল।

এই বিতর্কের মধ্যেই কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংহের (Giriraj Singh) মন্তব্য নতুন করে আগুনে ঘি ঢেলেছে। তিনি বলেন, “বাংলার সরকার তো এখন বাংলাদেশের সরকার হয়ে গিয়েছে!” তাঁর অভিযোগ, মুসলিম ভোটব্যাঙ্ককে রক্ষা করতে কিছু রাজ্য SIR-এর বিরোধিতা করছে। তিনি আরও বলেন, “বিরোধীরা ভারতকে ধর্মশালা বানাতে চাইছে।”

গিরিরাজ সিংহের দাবি, পশ্চিমবঙ্গে (West Bengal) অনুপ্রবেশকারীদের জন্য আধার কার্ড (Aadhaar Card) ও নাগরিকত্বের (Citizenship) প্রমাণ তৈরি হচ্ছে। তাঁর ভাষায়, “এখানে অনুপ্রবেশকারীদের আধার বানানোর ফ্যাক্টরি চলছে। পরিকল্পনা করে তাঁদের অন্য রাজ্যে পাঠানো হচ্ছে।” তিনি CAA চালু হওয়ার প্রসঙ্গ তুলে বলেন, এখন সারা দেশে NRC চালু করা জরুরি। তাঁর মতে, দেশের নিরাপত্তার সঙ্গে আপস করে শুধুমাত্র ভোটের রাজনীতি করছে বিরোধীরা।

SIR প্রসঙ্গে নির্বাচন কমিশনকে (Election Commission) ধন্যবাদ জানিয়ে গিরিরাজ বলেন, “CAA ও NRC-এর মতোই SIR দেশের জন্য অত্যন্ত জরুরি। কিছু রাজ্য শুধুমাত্র ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য এর বিরোধিতা করছে।”

এর আগেই বিজেপির (BJP) একাধিক নেতা SIR নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। বিরোধী দলনেতা বলেন, “১ কোটি ভোট বাদ যাবে। শুরুতেই ২৯ লক্ষ নাম বাদ পড়েছে, আধার ডিঅ্যাক্টিভেট হয়েছে ১৩ লক্ষ, ডাবল এন্ট্রি ১৬ লক্ষ।” বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেন, “SIR হলে ১ কোটি থেকে ১ কোটি ২০ লক্ষ নাম কাটা যেতে পারে।”

এই মন্তব্যগুলির পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “ওরা মিটিং করে এসে বলে দিচ্ছে, বাংলায় কত লাখ ভোটারের নাম বাদ দেবে! এখন তো প্রাকৃতিক দুর্যোগের সময়, উৎসবের মরশুম- ১৫ দিনের মধ্যে SIR করা সম্ভব? বিজেপির পার্টি কমিশন হবে, না মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য কমিশন হবে?” তিনি আরও বলেন, “এটা পুরো অমিত শাহের খেলা।”

এই রাজনৈতিক সংঘাতের মাঝেই নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৪ নভেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হবে ভোটার যাচাইয়ের প্রক্রিয়া। বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করবেন এবং এক মাস ধরে সংশোধনের কাজ চালাবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen