SIR in Bengal: BLO-দের প্রশিক্ষণ শুরু, চলছে একাধিক শিবির

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৫: শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ। কী কী করতে হবে বুথ স্তরের অধিকারিকদের, রাজ্যজুড়ে তার প্রশিক্ষণ চলছে। মূলত, SIR-র জন্য ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন BLO-রা। তারপর নির্দিষ্ট অ্যাপে তথ্য আপলোড করবেন। ২৮ অক্টোবর থেকে বাংলার বিভিন্ন প্রান্তে BLO-দের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে। আগামী সোমবার (৩ নভেম্বর) পর্যন্ত প্রশিক্ষণ চলবে। কলকাতাতেও একাধিক শিবিরের আয়োজন করা হয়েছে।
শনিবার কলেজ স্ট্রিটের ডিরোজিও হলে দু’দফায় ক্যাম্প হবে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম দফায় চৌরঙ্গী, বেলেঘাটা, জোড়াসাঁকো এবং দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত দ্বিতীয় দফায় এন্টালি, শ্যামপুকুর, কাশীপুর-বেলগাছিয়ার BLO-দের প্রশিক্ষণ চলবে। জেসপ বিল্ডিংয়ের কনফারেন্স হলে মানিকতলার BLO-দের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
ইতিমধ্যেই সকলের নির্দিষ্ট এনুমারেশন ফর্ম ডাউনলোড করা হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। শনিবারের মধ্যে তা ছাপার জন্য পাঠিয়ে দেওয়া হবে। তারপর ফর্মগুলি ৩ নভেম্বরের মধ্যে BLO-দের হাতে তুলে দেওয়া হবে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ৪ তারিখ থেকে বাড়ি বাড়ি ফর্ম বিলির কাজ শুরু হবে।
SIR সংক্রান্ত প্রশিক্ষণ বহু আগেই শুরু হয়ে গিয়েছে। প্রথমে রাজ্য সিইও দপ্তরে প্রশিক্ষণ দেওয়া হয়। জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। তাঁরা ERO (ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার) এবং AERO-দের (অ্যাসিস্ট্যান্ট ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার) প্রশিক্ষণ দেন। তাঁরা এর পর BLO সুপারভাইজারদের প্রশিক্ষণ দেন। তাঁরা আবার BLO-দের শিখিয়ে নেন।
রাজ্যে কমবেশি মোট ৯০ হাজার বুথ রয়েছে। কমিশনের ঘোষণা অনুযায়ী, প্রশিক্ষণ শেষের পর আগামী ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম দেবেন BLO-রা। কেউ রাজ্যের বাইরে গেলে বা প্রবাসীরা অনলাইনেও ফর্ম পূরণ করতে পারবেন। অন্যদিকে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে অভিযোগ জানাতে হবে। ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ খতিয়ে দেখার কাজ চলবে। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি। অন্যদিকে, SIR প্রক্রিয়া নিয়ে বাংলায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। আতঙ্কে শুরু হয়েছে মৃত্যু মিছিল। আদালতেও মামলা হয়েছে।