SIR in Bengal: এআই অ্যাপ নিয়ে কেন এত গোপনীয়তা? কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৃণমূল সাংসদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২৯: নির্বাচন কমিশনের ‘রহস্যময়’ AI app নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে (Saket Gokhale)। বাংলায় SIR চলাকালীন নির্বাচন কমিশনের (Election Commission of India) পরিকল্পিত কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর অ্যাপ ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে গুরুতর অভিযোগ তাঁর। বৃহস্পতিবার X-এ তিনি দাবি করেন, এই অ্যাপের প্রযুক্তি, নির্মাতা বা কার্যকারিতা- কোনও বিষয়েই জনসমক্ষে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
গোখলে X-এ লেখেন, “ইসির রহস্যময় ‘এআই অ্যাপ’… বেঙ্গলে SIR চলাকালীন এই অ্যাপ ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। কিন্তু কে বানিয়েছে, কীভাবে কাজ করে-এসব নিয়ে কোনো তথ্য নেই।”
নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বরাত দিয়ে আগেই জানানো হয়েছিল, এই এআই সিস্টেম (AI System) ভোটার ডেটাবেসে থাকা ছবিগুলোর মুখের মিল বিশ্লেষণ করে সম্ভাব্য ডুপ্লিকেট বা মৃত ভোটারের অস্তিত্ব শনাক্ত করতে সাহায্য করবে। তাঁদের দাবি, এই প্রযুক্তি যাচাই প্রক্রিয়াকে আরও মজবুত করবে এবং একাধিক রেজিস্ট্রেশন রোধ করবে।
তিনি প্রশ্ন করেন, “যখন বর্তমানের পিডিএফ সফটওয়্যার দিয়েই সহজে নকল/ডুপ্লিকেট এন্ট্রি খোঁজা যায়, তখন একাজে এআই-এর প্রয়োজন কী? ইসিআই কেন তাদের এই ‘এআই অ্যাপ’-এর বিস্তারিত তথ্য গোপন করছে? কী নিশ্চয়তা আছে যে এই রহস্যময় অ্যাপটি কোনো বিজেপি-ঘনিষ্ঠ ব্যক্তি দ্বারা তৈরি হয়নি?”
তিনি আরও লেখেন, “ডুপ্লিকেট এন্ট্রি খুঁজতে এআই-এর প্রয়োজন কেন? ইসি এই ‘এআই অ্যাপ’-এর তথ্য গোপন করছে কেন? কী নিশ্চয়তা আছে যে এই অ্যাপটি বিজেপি-সংযুক্ত কোনও সংস্থা বানায়নি?”
২০১৯ সালের নিজের আগের অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সে সময় ইসি নাকি মহারাষ্ট্রে (Maharashtra) বিজেপির আইটি সেলের (BJP’s IT cell) সঙ্গে সংশ্লিষ্ট একটি এজেন্সিকে কাজে লাগিয়েছিল। তিনি আরও উল্লেখ করেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্প্রতি কমিশনকে চিঠি লিখে রাজ্যের বাইরে থেকে ১,০০০ ডেটা-এন্ট্রি অপারেটর এবং ৫০ জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন।
গোখলের অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া দ্রুতগতিতে এবং “সন্দেহজনকভাবে” চালানো হচ্ছে। তাঁর কথায়, “এই SIR প্রক্রিয়ায় কোনো স্বচ্ছতা নেই… ইসি পরিষ্কার করে বলছে না কেন?” এদিকে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত এআই–ভিত্তিক এই অ্যাপ নিয়ে বিস্তারিত কোনও ব্যাখ্যা প্রকাশ করেনি।
ECI’s mysterious “AI app”
Now, Election Commission says they will use an “AI app” during the SIR exercise in Bengal.
As is typical, there are ZERO details of who made this app & its functionality
👉 Who is the vendor & developer?
👉 Was the app audited for AI bias?
👉 Why… pic.twitter.com/CWZb3Z1oNL
— Saket Gokhale MP (@SaketGokhale) November 27, 2025