তৃতীয় পর্বে অসম ছাড়া উত্তর-পূর্বের সাত রাজ্যে SIR?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.৩০: প্রথম দফায় বিহার, দ্বিতীয় পর্বে বাংলা সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পর উত্তর-পূর্ব ভারতে SIR-র কাজ হবে। সূত্রের খবর অসমকে বাদ রাখা হবে। ২০২৬ সালে অসমে বিধানসভা নির্বাচন। একই সঙ্গে ভোট বাংলা, কেরল, তামিলনাড়ু, পুদুচেরিতেও। বাংলায় SIR শুরু হয়ে গেলেও অসমে হচ্ছে না ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। অসমে NRC রয়েছে। পাশাপাশি রয়েছে ‘ডি ভোটার’ বা ‘ডাউটফুল ভোটার’ নামে সমস্যা। যা নিয়ে মামলা চলছে। এসবের মধ্যে SIR করা সম্ভব নয় বলেই মনে করছে কমিশন।
অসমে না হলেও উত্তর-পূর্বের সাত রাজ্যে SIR হবে। সিকিম, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন হবে। কমিশন সূত্রে জানা যাচ্ছে, এই সাত রাজ্যে একই সঙ্গে SIR হবে।
জানা গিয়েছে, পার্বত্য এলাকায় শীতকালে ভোটার তালিকা সংশোধনের কাজ করা কঠিন। ফলে আগামী বছরের মাঝামাঝি সময়ে এই রাজ্যগুলিতে SIR হবে। অসমে ভোটের আগে স্পেশাল সামারি রিভিশন (SSR) হবে। উল্লেখ্য, বাংলা সহ ন’টি রাজ্য এবং পুদুচেরি, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবরের মতো তিন কেন্দ্রশাসিত অঞ্চলে এখন SIR চলছে। চূড়ান্ত প্রক্রিয়া শেষ হবে ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি। তার পরই হয়তো উত্তর-পূর্বের সাত রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে পারে কমিশন।