SIR: বিজেপির বিভাজনমূলক রাজনৈতিক চক্রান্ত প্রতিহত করার ডাক লিবারেশনের

November 21, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:২০: বাংলার বুকে বিজেপির বিভাজনের রাজনীতি প্রতিহত করার ডাক সিপিআই (এমএল) লিবারেশনের (CPI(ML)(L))। নৈহাটির ঐকতান মঞ্চে অনুষ্ঠিত লিবারেশনের ১৩তম রাজ্য সম্মেলন থেকে বার্তা, বাংলায় চাই বামপন্থার পুনর্জাগরণ। একইসঙ্গে সম্মেলন থেকে পুনরায় রাজ্য সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রয়াত চারু মজুমদারের পুত্র অভিজিৎ মজুমদার (Abhijit Majumder)।

১৮ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত এই সম্মেলনে নতুন রাজ্য কমিটি (State Committee) গঠিত হয়েছে ৬৭ জনকে নিয়ে, যার মধ্যে নতুন মুখ রয়েছেন ১৮ জন। প্রায় ৩৬০ জন প্রতিনিধি আলোচনায় অংশ নিয়ে লিবারেশনের (CPI-ML) পরবর্তী কর্মসূচির রূপরেখা ঠিক করেন। বাংলায় তৃণমূলের (TMC) বিরুদ্ধে আন্দোলন কর্মসূচিও নেওয়া হয়েছে।

রাজ্য কমিটির সদস্য দেবজ্যোতি মজুমদার (Debajyoti Majumder) জানিয়েছেন, ‘‘গোটা দেশে বামপন্থার ঐতিহ্য বাংলা থেকে ছড়িয়ে দিতে হবে। বামপন্থী সকল সংগঠন একত্রিত হয়ে তৃতীয় শক্তি হিসাবে নিজেদের দ্রুত বিকশিত না করতে পারলে বিজেপি সুযোগ পেয়ে যাবে।’’

সম্মেলন থেকে এসআইআর (SIR) প্রক্রিয়ার মাধ্যমে গরিব ও শ্রমজীবী মানুষকে উদ্বাস্তু করার চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে। তিন দিনব্যাপী এই সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattacharya) ছাড়াও কার্তিক পাল, পার্থ ঘোষ, বাসুদেব বসু প্রমুখ নেতৃত্ব।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen