ভবানীপুরের লড়াইয়ে BJP কোথায়? SIR চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সাংগঠনিক দুর্বলতা

November 23, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩০: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বিধানসভা কেন্দ্র হল ভবানীপুর (Bhabanipur)। তিনি ওই কেন্দ্রের বিধায়ক এবং ভোটার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে, তাঁর নিজের কেন্দ্রে হারানোর কথা বলেন বার বার। কিন্তু সত্যিই কি তা সম্ভব? ভবানীপুর বিধানসভায় বিজেপি সাংগঠনিক দৈন্যতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে SIR!

কলকাতা পুরসভার আটটি ওয়ার্ড নিয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্র। যাকে তিনটি মণ্ডলে ভাগ করেছে বিজেপি। ৬৩, ৭০ ও ৭২ নম্বর ওয়ার্ড নিয়ে ভবানীপুর বিধানসভার বিজেপির মণ্ডল-১। ৭১, ৭৩ ও ৮২ নম্বর ওয়ার্ড নিয়ে মণ্ডল-২। ৭৪ ও ৭৭ নম্বর ওয়ার্ড নিয়ে ভবানীপুর মণ্ডল-৩। এই তিনটি মণ্ডলেই বেহাল দশা বিজেপির। মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকা বিজেপির মণ্ডল-২-র অধীনে। ভবানীপুর মণ্ডল-২-র তিনটি ওয়ার্ডে SIR প্রক্রিয়ার সময় অংশগ্রহণ করেননি বিজেপির কোনও BLA। এ অভিযোগ খোদ বিজেপি নেতৃত্বরই।

বিজেপির নেতৃত্ব বলছে, হেল্পলাইন চলছে তো। হেল্পলাইন দিয়েই কি ভোট-জয় হবে? মাঠে, ময়দানের কর্মী কই? ভোটে কারা বুথে বসবেন? বিজেপির একাংশের দাবি, এটা কৌশল। সামনে থেকে কাজ করলে শাসকের রোষে পড়তে হবে। কিন্তু ভবানীপুরে দিব্যি শিবির, ক্যাম্প করছে সিপিআইএম। একটা নয় একাধিক SIR-র ক্যাম্প করেছে বামেরা। সাফ কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় বিজেপি SIR নিয়ে উদাসীন। এর কারণ সাংগঠনিক দুর্বলতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen