SIR আতঙ্কে রাজ্যব্যাপী মৃত্যু মিছিল! প্রতিবাদে বিধানসভায় প্রস্তাব আনতে পারে তৃণমূল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০০: নির্বাচন কমিশন চালু করেছে SIR। তৃণমূল কংগ্রেসের (TMC) অভিযোগ, কেন্দ্রের শাসকদলকে খুশি করতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে। তৃণমূলের দাবি, ভোটার তালিকা (Voter List) থেকে নাম বাদ পড়ার আশঙ্কায় রাজ্যে ক্রমাগত আত্মহত্যার (Sucide) ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে বিধানসভার শীতকালীন অধিবেশনে (winter session of the Legislative Assembly) SIR-এর বিরোধিতায় প্রস্তাব আনার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে তৃণমূলের (TMC) বিধায়কগণ।
আগামী বছর বিধানসভা নির্বাচন (2026 WB Assembly)। তার আগে চলতি বিধানসভার শেষ পূর্ণাঙ্গ অধিবেশন হতে চলেছে এই শীতকালীন অধিবেশন (Winter Session)। কারণ, ফেব্রুয়ারিতে শুধুমাত্র অন্তর্বর্তিকালীন বাজেট পেশ হবে। ফলে এবারের অধিবেশন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই সুযোগকে কাজে লাগাতে চাইছে তৃণমূল পরিষদীয় দল। এসআইআর (SIR) ইস্যুতে কেন্দ্রের শাসকদল বিজেপি (BJP) এবং নির্বাচন কমিশনের (Election Commission of India) বিরুদ্ধে কড়া অবস্থান নিতে প্রস্তুতি নিচ্ছে তারা।
নভেম্বরের মাঝামাঝি শুরু হতে পারে এই অধিবেশন। ইতিমধ্যেই এসআইআর (SIR) নিয়ে রাজ্যজুড়ে বেড়েছে আতঙ্কের পরিবেশ। এই প্রেক্ষাপটে বিধানসভায় প্রস্তাব এনে রাজ্যের ভোটারদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে চাইছে তৃণমূল।
উল্লেখ্য, মঙ্গলবার এসআইআরের বিরুদ্ধে রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রেড রোড (Red Road) থেকে জোড়াসাঁকো পর্যন্ত তাঁরা নেতৃত্ব দেন প্রতিবাদ মিছিলে। সূত্রের খবর, এই আন্দোলন থেকেই বিধানসভায় এসআইআরের (SIR) বিরুদ্ধে প্রস্তাব আনার ভাবনা জোরালো হয়েছে তৃণমূল পরিষদীয় দলে। তবে এখনই বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না শাসকদলের নেতারা।
পরিষদীয় দলের এক প্রবীণ সদস্য জানিয়েছেন, এসআইআর (SIR) প্রক্রিয়ায় নাগরিকত্ব হারানোর আতঙ্কে মানুষ আত্মহত্যা করছেন। এই পরিস্থিতিতে দলের দুই শীর্ষনেতা রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। তাঁর কথায়, পরিষদীয় দলও চায় বিধানসভায় প্রস্তাব এনে বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একযোগে আক্রমণ করতে। সবুজ সঙ্কেত মিললেই শীতকালীন অধিবেশনে আনা হতে পারে সেই প্রস্তাব।