SIR West Bengal: ২২০৮ থেকে কমে ৪৮০! একদিনেই নাটকীয় বদল ‘মৃত বা স্থানান্তরিত ভোটার’ বুথের সংখ্যা

December 2, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৫:  একদিনের ব্যবধানেই রাজ্যের ভোটার তালিকার পরিসংখ্যানে বড়সড় রদবদল। সোমবার নির্বাচন কমিশন (Election Commission) জানিয়েছিল, রাজ্যে এমন ২২০৮টি বুথ রয়েছে যেখানে একজনও মৃত বা স্থানান্তরিত ভোটারের (Dead or Shifted Voter) নাম নেই। কিন্তু মঙ্গলবার সেই সংখ্যাই বিস্ময়করভাবে কমে দাঁড়াল মাত্র ৪৮০-তে।

কমিশন সূত্রে খবর, সোমবার ২২০৮টি বুথের তথ্য সামনে আসার পরেই নড়েচড়ে বসে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর (CEO West Bengal)। জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইও-দের (DEO) কাছ থেকে প্রতিটি বুথের বিস্তারিত রিপোর্ট তলব করা হয়। মঙ্গলবার সেই রিপোর্ট জমা পড়ার পরেই ‘মৃত ভোটারহীন’ বুথের সংখ্যা কমে ৪৮০-তে এসে ঠেকেছে। কমিশনের আধিকারিকদের মতে, এই সংখ্যাটি এখনও চূড়ান্ত নয়। আগামী ১০ ডিসেম্বরের আগে এই সংখ্যা আরও কমতে পারে বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে বড় পরিবর্তন দেখা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas)। সোমবার জানা গিয়েছিল, এই জেলায় ৭৬০টি এমন বুথ রয়েছে। তবে মঙ্গলবারের রিপোর্টে সেই ছবিটা অনেকটাই বদলেছে। যদিও এখনও জেলার সমস্ত বুথের তথ্য পাওয়া যায়নি, তবে চারটি বিধানসভা কেন্দ্রের নির্দিষ্ট তথ্য সামনে এসেছে,

* রায়দিঘি: ৬৬টি বুথ
* কুলপি: ৫৮টি বুথ
* পাথরপ্রতিমা: ২০টি বুথ
* মগরাহাট: ১৫টি বুথ

অন্যদিকে, ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন। গত রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করে পুরো প্রক্রিয়াটি সাত দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

এনুমারেশন ফর্ম (Enumeration form) কমিশনের ওয়েবসাইটে আপলোড করার শেষ তারিখ ৪ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়েছে। ১২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে খসড়া ভোটার তালিকা তৈরির কাজ। আগামী ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকা প্রকাশের পর আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত নাম তোলা বা বাদ দেওয়া সংক্রান্ত অভিযোগ জানানো যাবে। ১০ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত তথ্য যাচাই করে কমিশনের অনুমতি নেওয়া হবে এবং ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen