ফিরলেন সিরাজ, ব্রাত্য শামি—নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় দলে নয়া চমক

January 3, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:২২: নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণার আগে থেকেই ভারতীয় ক্রিকেটমহলে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। মহম্মদ শামির প্রত্যাবর্তন হবে কি না, ঋষভ পন্থ না ধ্রুব জুরেল—কে পাবেন সুযোগ, আবার মহম্মদ সিরাজের ফেরা নিয়েও ছিল জল্পনা। শেষ পর্যন্ত নির্বাচকদের সিদ্ধান্তে স্পষ্ট হয়েছে, অভিজ্ঞতার উপরই বেশি ভরসা রাখল টিম ম্যানেজমেন্ট।

সবচেয়ে বড় চমক, শামিকে বাইরে রেখেই স্কোয়াড ঘোষণা। যদিও পেস বিভাগে পরিবর্তন এসেছে—দক্ষিণ আফ্রিকা সিরিজে বাদ পড়া মহম্মদ সিরাজ ফিরেছেন দলে। জসপ্রীত বুমরাকে ওয়ানডে ফরম্যাটে বিশ্রাম দেওয়ায় সিরাজের জন্য জায়গা তৈরি হয়েছে। তাঁর সঙ্গে পেস আক্রমণে থাকছেন অর্শদীপ সিং, হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণ। প্রসিদ্ধের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা নজর কাড়েনি, তবুও তাঁর উপর আস্থা রেখেছেন নির্বাচকরা। ফলে বিজয় হাজারে ট্রফিতে ভালো ফর্মে থাকা বাংলার পেসারদের জন্য দরজা খোলেনি।

ব্যাটিং অর্ডারে বড় কোনও পরিবর্তন নেই। শুভমান গিল অধিনায়ক হিসেবে থাকছেন, সঙ্গে রোহিত শর্মা ও বিরাট কোহলি। যশস্বী জয়সওয়ালও দলে জায়গা ধরে রেখেছেন। সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারের অন্তর্ভুক্তি ফিটনেসের উপর নির্ভরশীল। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সের ছাড়পত্র পেলে তিনি খেলতে পারবেন। চোট থেকে দ্রুত সেরে ওঠা শ্রেয়সের জাতীয় দলে ফেরা নিয়ে আশাবাদী বোর্ড।

সবচেয়ে বিতর্ক তৈরি হয়েছে রুতুরাজ গায়কোয়াড়কে বাদ দেওয়া নিয়ে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করেও জায়গা না পাওয়া প্রশ্ন তুলেছে নির্বাচনী নীতির উপর। অন্যদিকে হার্দিক পাণ্ডিয়া পুরোপুরি বোলিং ফিট না হওয়ায় সুযোগ পাননি। অলরাউন্ডার হিসেবে নির্বাচকদের ভরসা জিতেছেন নীতীশ কুমার রেড্ডি।

সব মিলিয়ে, পরীক্ষানিরীক্ষার বদলে স্থিতিশীলতার পথেই হাঁটল অজিত আগরকর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। এখন দেখার, এই দল মাঠে কতটা সফল হতে পারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দল

শুভমন গিল (অধিনায়ক)
রোহিত শর্মা
বিরাট কোহলি
যশস্বী জয়সওয়াল
শ্রেয়স আইয়ার*
কেএল রাহুল (উইকেটরক্ষক)
ঋষভ পন্থ (উইকেটরক্ষক)
ওয়াশিংটন সুন্দর
রবীন্দ্র জাডেজা
নীতীশ কুমার রেড্ডি
কুলদীপ যাদব
হর্ষিত রানা
প্রসিদ্ধ কৃষ্ণ
মহম্মদ সিরাজ
অর্শদীপ সিং

* * ফিটনেসের উপর নির্ভর করছে

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen