“SIR-র খেলা বাংলায় আর চলবে না”, বিহারের ফল প্রকাশ্যে আসতেই BJP ও কমিশনকে তোপ অখিলেশের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০৪: বিহার বিধানসভা ভোটের ফল (Bihar Election Results 2025) প্রকাশের পর থেকেই বিরোধীদের একাংশ সরাসরি নির্বাচন কমিশন (Election Commission) ও SIR পদ্ধতিকে নিশানা করে চলেছেন। শুক্রবার সেই সুর আরও তীব্র করলেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) প্রধান এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav)। একটি দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, বিহারে SIR ব্যবস্থাকে ব্যবহার করে নির্বাচনী চক্রান্ত হয়েছে এবং সেই কারণেই বিজেপি-জেডিইউ জোট জিততে পেরেছে।
অখিলেশের অভিযোগ, এই পদ্ধতির মাধ্যমে ভোটের সাম্য নষ্ট করা হয়েছে। তিনি বলেন, বিহারে যা হয়েছে, তা আর অন্য রাজ্যে সম্ভব হবে না। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ বা অন্য কোনও রাজ্যে এবার বিরোধীরা বাড়তি সতর্কতা নেবে। তাঁর ভাষায়, “নির্বাচনী ষড়যন্ত্র মানুষের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। এবার আর সেই খেলা চলতে দেওয়া হবে না। সিসিটিভির মতোই আমাদের পিপিটিভি, অর্থাৎ পিডিএ প্রহরীরা, বিজেপির পরিকল্পনা ভেস্তে দেবে।” অখিলেশের আরও দাবি, “বিজেপি কোনও সাধারণ রাজনৈতিক দল নয়, সম্পূর্ণ ছলচাতুরির ওপর দাঁড়িয়ে থাকা গোষ্ঠী।”
बिहार में जो खेल SIR ने किया है वो प. बंगाल, तमिलनाडू, यूपी और बाक़ी जगह पर अब नहीं हो पायेगा क्योंकि इस चुनावी साज़िश का अब भंडाफोड़ हो चुका है। अब आगे हम ये खेल, इनको नहीं खेलने देंगे।CCTV की तरह हमारा ‘PPTV’ मतलब ‘पीडीए प्रहरी’ चौकन्ना रहकर भाजपाई मंसूबों को नाकाम करेगा।…
— Akhilesh Yadav (@yadavakhilesh) November 14, 2025