শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্য, দিলীপের বিরুদ্ধে কমিশনে তৃণমূল

দিলীপ ঘোষের এই মন্তব্যের বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল।

April 12, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

শীতলকুচিতে(Sitalkuchi) কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঠিক একদিন পরই বিতর্কে জড়ালেন বিজেপির(BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। আগামীদিনে আরও নির্বাচনী হিংসার হুমকি দেন তিনি। বলেন, ‘বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।’ দিলীপ ঘোষের এই মন্তব্যের বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনে (ECI) অভিযোগ জানাল তৃণমূল(TMC)।

মুখ্য নির্বাচনী আধিকারিককে দিলীপ ঘোষের মন্তব্যের ভিডিও সহ একটি চিঠি দেওয়া হয় তৃণমূলের তরফে। চিঠিতে বলা হয়, নির্বাচন চলাকালীন বিজেপির রাজ্য সভাপতির এই প্ররোচনামূলক মন্তব্য নির্বাচন বিধির পরিপন্থী। এই রকম মন্তব্য নিরপেক্ষ, সুষ্ঠ এবং অবাধ ভোটে বাঁধা হতে পারে। এছাড়াও চিঠিতে লেখা হয়, দিলীপ ঘোষের মন্তব্য থেকে এটা পরিস্কার যে কেন্দ্রীয় বাহিনীকে এইরকম কাজের প্ররোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে দেওয়া হয়েছে।

চিঠিতে তৃণমূল দাবি জানিয়েছে, দিলীপ ঘোষের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং বাকি চার দফার নির্বাচনী প্রচার থেকে বিরত করা হোক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen