সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পের আওতায় OPD-তে চিকিৎসা করানো যাবে আরও ছ’টি রোগের

সরকারি স্বাস্থ্য প্রকল্পের আউটডোরে চিকিৎসা করালে চিকিৎসা খরচের বিল জমা দেওয়ার পর টাকা পাওয়া যায়।

September 3, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
—প্রতীকী চিত্র।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্য সরকারি কর্মচারীদের স্বাস্থ্য প্রকল্পে নথিভুক্ত হাসপাতাল ও ক্লিনিকের বহির্বিভাগে নতুন করে আরও ৬টি রোগের চিকিৎসা করানোর অনুমোদন দেওয়া হল। সবই স্কিৎজোফ্রেনিয়া, বাইপোলার এফেক্টিভ ডিসঅর্ডার, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার প্রভৃতির মতো স্নায়ু সংক্রান্ত মানসিক অসুখ। রা‌জ্যের অর্থদপ্তরের মেডিক্যাল সেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাইকিয়াট্রিকসে এমডি বা ডিপ্লোমাধারী চিকিৎসকের প্রেসক্রিপশনে এসব রোগের ওষুধের দাম পাওয়া যাবে।

স্বাস্থ্য প্রকল্পে নথিভুক্ত হলে চিকিৎসা প্রক্রিয়ার খরচ মিলবে। সরকারি স্বাস্থ্য প্রকল্পের আউটডোরে চিকিৎসা করালে চিকিৎসা খরচের বিল জমা দেওয়ার পর টাকা পাওয়া যায়। সরকারি কর্মী ছাড়াও অবসরপ্রাপ্তরা সপরিবারে সুবিধা পান। নথিভুক্ত বেসরকারি হাসপাতালে ভর্তি হলে চিকিৎসা খরচের পুরোটা পাওয়া যায়। নির্দিষ্ট টাকার উপর ক্যাশলেস চিকিৎসারও সুবিধা রয়েছে।

এতদিন আউটডোর চিকিৎসার আওতায় ছিল নির্দিষ্ট ১৭টি রোগ। কোভিড-১৯-কে ২০২২ সালে আউটডোর চিকিৎসার আওতায় আনা হয়। সম্প্রতি কিডনি রোগের দ্বিতীয় পর্যায় থেকে আউটডোর চিকিৎসার সুযোগ দেওয়া হয়। আরও ৬টি নতুন রোগকে যোগ করা হল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen