লাফিয়ে বাড়ছে সংক্রমণ, শনি ও রবিবার শেষ মেট্রোর সময় এগিয়ে আনল মেট্রো কতৃপক্ষ

সকালে মেট্রো চালুর সময়ে কোনও পরিবর্তন হয়নি।

January 4, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

গোটা দেশেই লাফিয়ে বাড়ছে সংক্রমণ। ব্যতিক্রম নয় কলকাতাও। পরিস্থিতি মোকাবিলায় একগুচ্ছ কড়া পদক্ষেপ করেছে নবান্ন। এ বার সেই পদক্ষেপের সূত্র ধরে, শনি ও রবিবার কলকাতা মেট্রোর শেষ ট্রেনের যাত্রার সময় আধঘণ্টা এগিয়ে দিলেন মেট্রোর কর্তৃপক্ষ। আগামী শনিবার, ৮ জানুয়ারি থেকে চালু হবে নয়া নিয়ম।

আগামী শনিবার থেকে সপ্তাহান্তের দু’দিন কমছে মেট্রোর সংখ্যাও। মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, আগামী শনিবার ২৩০টির জায়গায় ২২৪টি ট্রেন চালানো হবে। তার পরদিন, রবিবার ১২০টির বদলে ১১৪টি ট্রেন চলবে।

তবে সকালে মেট্রো চালুর সময়ে কোনও পরিবর্তন হয়নি। করোনা আবহে আগেই টোকেন টিকিট বিক্রি বাতিল করেছে মেট্রো। কেবলমাত্র স্মার্ট কার্ডধারীরাই এখন মেট্রোয় সফর করতে পারছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen