সংসদে ‘জয় হিন্দ’, ‘বন্দেমাতরম’ স্লোগান নিষিদ্ধ! বুলেটিনে জানাল রাজ্যসভার সচিবালয়

November 26, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩৭: কোন পথে দেশ? গণতন্ত্রের মন্দির সংসদে ‘বন্দেমাতরম’ বলা যাবে না! দেওয়া যাবে না ‘জয় হিন্দ’ স্লোগান। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগেই জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে এমন নিদান দিল কেন্দ্র। বুলেটিন প্রকাশ করে রাজ্যসভার সচিবালয় জানিয়েছে, সংসদে জয় হিন্দ বা বন্দেমাতরম স্লোগান দেওয়া যাবে না। তাঁদের দাবি অনুযায়ী, এটি শালীনতা বিরুদ্ধ। সংসদের কার্যপ্রণালীর মতো গুরুত্বপূর্ণ বিষয়ের বিরোধী। আসন্ন অধিবেশনে প্রথমবার রাজ্যসভা পরিচালনা করবেন উচ্চকক্ষের চেয়ারম্যান তথা দেশের নতুন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণান। সভায় তিনিই শেষ কথা বলবেন, তাও জানিয়ে দেওয়া হয়েছে বুলেটিনে।

৭ নভেম্বর ঘটা করে ‘বন্দেমাতরম’র সার্ধশতবর্ষ পালন করেছে মোদী সরকার। সেই ‘বন্দেমাতরম’ই সংসদে বলা যাবে না! বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠের বন্দেমাতরম শুনে বিপ্লবীরা দেশের জন্য ঝাঁপিয়ে পড়তেন। সেটাই ব্রাত্য! নেতাজি সুভাষচন্দ্র বসুর স্লোগান ‘জয় হিন্দ’ও এবার থেকে ব্রাত্য সংসদে। যে বন্দেমাতরম ধ্বনিতে স্বাধীনতা সংগ্রামীরা সংগ্রাম চালিয়ে গিয়েছেন, স্বাধীনতার সেই মন্ত্র বন্দেমাতরমই শালীনতা বিরোধী? ১৯৫০ সালে সংবিধান সভায় বন্দেমাতরমকে গ্রহণ করা হয়েছিল ‘জাতীয় গীত’ হিসেবে। সংসদ সচিবালয় কি ভুলে গিয়েছে, সংসদের অধিবেশনের সমাপ্তিতে অনির্দিষ্টকালের জন্য মুলতুবির সময় বেজে ওঠে বন্দেমাতরম।

শীতকালীন অধিবেশন শুরুর আগে দেশের আবেগের সঙ্গে জড়িত দুই স্লোগান নিষিদ্ধ করার ফতোয়ায় উঠছে প্রশ্ন। রাজ্যসভা সচিবলায়ের বক্তব্য, গান হিসেবে কেউ নিষিদ্ধ করেনি। স্লোগান হিসেবে তা ব্যবহার করা যাবে না। বলা যাবে না, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্কস জাতীয় শব্দ! সাংসদদের জন্য আরও নির্দেশ দেওয়া হয়েছে, সংসদ কক্ষে এমনকী গোটা চত্বরে কোনও প্ল্যাকার্ড প্রদর্শন চলবে না। সংসদে বক্তব্য রাখার সময় কারও নামে অভিযোগ করলে, সেই সংক্রান্ত প্রমাণ দিতে হবে। তথ্যের সত্যতা সংশ্লিষ্ট সাংসদকে ‘অথেনটিকেট’ করাতে হবে। সভার ভিতরে বা বাইরে লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যানের নির্দেশের কোনও সমালোচনা করা যাবে না। অধিবেশন শুরুর আগেই যেন বেঁধে দেওয়া হল সাংসদদের। আদতে বিরুদ্ধমতকে ভয় পাচ্ছে মোদী সরকার, তাই কি এত নিষেধ, নিষেধাজ্ঞা, ফতোয়ার গন্ডি টেনে দেওয়া?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen