নিত্যযাত্রীদের মুখে ফুটল হাসি, আজ থেকে চালু হল শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট AC Local

পূর্ব রেল সূত্রে খবর, যাত্রী চাহিদা অনুযায়ী ভবিষ্যতে এসি ট্রেনের সংখ্যা ও রুট আরও বাড়ানো হতে পারে।

September 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২১: ভিড় ঠাসা বনগাঁ লোকালে গরমে ঘেমেনেয়ে বাদুরঝোলা হয়ে সফরের দিন শেষ! আজ থেকে চালু হল শিয়ালদহ থেকে বনগাঁ-রানাঘাট এবং কৃষ্ণনগর এসি লোকাল। বনগাঁ থেকে ট্রেনটি ছাড়বে সকাল ৭টা ৫২-তে, শিয়ালদহ পৌঁছবে ৯টা ৩৭-এ। সন্ধ্যায় শিয়ালদহ থেকে ছাড়বে ৬টা ১৪-এ, বনগাঁ পৌঁছবে ৮টা ০৪ নাগাদ, ৮টা ৪১-এ রানাঘাট পৌঁছবে।

বিশেষ এসি ট্রেন দিনে দু’বার চলবে। সকাল ৮:২৯-এ রানাঘাট থেকে ছেড়ে ১০:১০-এ পৌঁছবে শিয়ালদহে। সন্ধ্যা ৬:৫০-এ শিয়ালদহ থেকে ছেড়ে ৮:৩২-এ পৌঁছবে রানাঘাটে।
দুই ক্ষেত্রে ভায়া বনগাঁ। অন্যদিকে, কৃষ্ণনগর লোকাল শিয়ালদহ থেকে ছাড়বে ৯টা ৪৮-এ, কৃষ্ণনগর পৌঁছবে ১২টা ০৭-এ। কৃষ্ণনগর থেকে ছাড়বে ১টা ৩০, শিয়ালদহ পৌঁছবে ৩:৪০।

ট্রেনটি সম্পূর্ণ বাতানুকূল। উন্নত সিটিং ব্যবস্থা ও আধুনিক ডিজিটাল ডিসপ্লে থাকছে। পূর্ব রেল সূত্রে খবর, যাত্রী চাহিদা অনুযায়ী ভবিষ্যতে এসি ট্রেনের সংখ্যা ও রুট আরও বাড়ানো হতে পারে। অন্যদিকে, নয়া তিনটি রুটে মেট্রো চালু হওয়ার পর শিয়ালদহ ও দমদম জংশনে বিপুল হারে যাত্রী সংখ্যা বেড়েছে। চাহিদা পূরণে নতুন EMEU পরিষেবা চালু হতে চলেছে। বিধাননগর–কল্যাণী এবং বারাসত–হাসনাবাদ রুটে এক জোড়া করে নতুন ইএমইউ আনছে রেল কর্তৃপক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen