ICC Women’s World Cup: আজ ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে মরিয়া স্মৃতি-হরমনপ্রীতরা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ৮.৫৫: ICC Women’s World Cup-র শুরুটা দারুণ হয়েছিল ভারতের জন্য। প্রথম দু’টি ম্যাচ জিতেছিল ভারতের মেয়েরা। তারপরই লাগাতার হার। শেষ দু’টি ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কাছে হেরে রীতিমতো চাপে টিম ইন্ডিয়া। আজ, রবিবার ইন্দোরে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত।
বিশ্বকাপের সেমি-ফাইনালে যোগ্যতা অর্জনের জন্য শেষ তিন ম্যাচের মধ্যে দু’টিতে জিততে হবে হরমনপ্রীতদের। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে মরিয়া স্মৃতি-হরমনপ্রীতরা। তবে ন্যাট স্কিভার-ব্রান্টদের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না।
বোলিংয়ের খামতি চোখে পড়ছে। বিগত দুই ম্যাচেও তা দেখা গিয়েছে। বিশেষত অজিদের বিরুদ্ধে রানের পাহাড় খাড়া করেও জিততে পারেনি স্মৃতিরা। ব্যাটিংয়ের ভারসাম্য ঠিক রাখতে তিনজন অলরাউন্ডার খেলানো হচ্ছে। রেনুকা সিংয়ের মতো পেসারের অভাব থেকেই যাচ্ছে। ষষ্ঠ বোলারের অনুপস্থিতিও ভোগাচ্ছে। রবিবার বাড়তি বোলার খেলানো হতে পারে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ৬ উইকেট পড়েছিল ৩৬ রানে। ব্যাটিংয়ে হরমনপ্রীত কাউর, জেমাইমারা ছন্দ নেই। খেলা শুরু হবে বিকেল ৩টে থেকে। সরাসরি সম্প্রচার দেখা স্টার স্পোর্টসে।