শ্যামপুরে তনুশ্রীর সমর্থনে প্রায় ফাঁকা মাঠে সভা করলেন স্মৃতি ইরানি
শ্যামপুরে বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী সমর্থনে প্রধান বক্তা হিসেবে নাম প্রচার করা হয়েছিল স্মৃতি ইরানির।

ফাঁকা জনসভার ঐতিহ্য রক্ষা করে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি(BJP) নেত্রী স্মৃতি ইরানি(Smriti Irani)। ঝাড়গ্রাম(Jhargram) এবং পুরুলিয়ার(Purulia) একাধিক জনসভায় প্রথম দফার ভোট গ্রহণের আগে স্মৃতি রানী কে প্রধান বক্তা হিসেবে নিয়ে আসার ঘোষণা করে জোর ধাক্কা খেয়েছিল বাংলার বিজেপি নেতৃত্ব।
দ্বিতীয় দফাতে স্মৃতি ইরানীকে খুব একটা ডাকাডাকি না করা হলেও, বক্তার অভাব পড়ায় তৃতীয় দফা এবং চতুর্থ দফার নির্বাচনের জন্য শ্যামপুরে বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী(Tanushree Chakraborty) সমর্থনে প্রধান বক্তা হিসেবে নাম প্রচার করা হয়েছিল স্মৃতি ইরানির।
শ তিনেক বিজেপি কর্মী এবং বড়জোর ২০০ এলাকার মানুষের সামনেই ফাঁকা সভায় বক্তব্য রেখে তড়িঘড়ি বেরিয়ে গেলেন স্মৃতি ইরানি।