Smriti Irani: ফের টিভির পর্দায় ‘তুলসী বিরানি’; নির্বাচনে পরাজয়ের পর স্মৃতি ইরানির প্রত্যাবর্তন
লোকসভা নির্বাচনে পরাজয়ের পর টিভিতে প্রত্যাবর্তন স্মৃতি ইরানির! ‘কিউ কি সাস ভি কভি বহু থি’-তে ফিরছেন তুলসী বিরানির চরিত্রে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩০: ভারতের জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম ছিল “কিউ কী সাস ভি কভি বহু থি” (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi)। এবার সেই ধারাবাহিক ফিরছে নতুন মোড়কে, এবং সবচেয়ে বড় চমক – স্মৃতি ইরানি নিজেই ফিরছেন তুলসী বিরানির চরিত্রে! স্টার প্লাসের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সম্প্রতি প্রথম প্রোমো প্রকাশ পেয়েছে, যেখানে তুলসী গাছ জল দিতে দিতে স্মৃতি বলেন, “নিশ্চয় আসবো, কারণ আমাদের ২৫ বছরের সম্পর্ক। সময় এসে গেছে আপনাদের সঙ্গে আবার দেখা হওয়ার।”
এই ছোট্ট লাইনেই ধরা পড়েছে সেই পুরনো স্মৃতির ছোঁয়া, যা ভারতীয় দর্শকদের নস্টালজিয়ায় ভাসিয়ে দিচ্ছে।

কিন্তু এই প্রত্যাবর্তনের সময়টাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (2024 LokSabha Elections) আমেঠি কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন স্মৃতি, এবং মন্ত্রী হিসেবে তার মেয়াদও নানা বিতর্ক ও অজনপ্রিয়তা ঘেরা ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই টেলিভিশনে প্রত্যাবর্তন শুধু অভিনয়ের টানে নয়, বরং তাঁর ভোটার ভিত্তি পুনরুদ্ধার এবং জনসমর্থন ফেরানোর একটি কৌশলগত পদক্ষেপ।
ধারাবাহিকটি কোথা থেকে এবং কখন সম্প্রচারিত হবে, তা নিয়ে সংশ্লিষ্ট চ্যানেল খুব শীঘ্রই বিস্তারিত ঘোষণা করবে বলে জানা গেছে। এই কামব্যাক শুধু স্মৃতি ইরানির ক্যারিয়ারের জন্য নয়, ভারতীয় টেলিভিশনের জন্যও এক গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে।