সাতপাকে বাঁধা পড়তে চলেছেন স্মৃতি! পাত্র সংগীত জগতের, কে জানেন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১২:০০: আসছে শীত, আর সঙ্গে বিয়ের মরশুম। এবার সেই বিয়ের সানাই বাজতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের শিবিরে! শোনা যাচ্ছে, টিম ইন্ডিয়ার মহিলা তারকা স্মৃতি মান্ধানা ও বলিউড সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছল খুব শিগগিরই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। ছয় বছরের দীর্ঘ প্রেম এবার পৌঁছাতে চলেছে জীবনের নতুন অধ্যায়ে।
বিশ্বকাপ জয়ের পর থেকেই এই জুটিকে ঘিরে চর্চা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় পলাশের হাতে করা “SM18” ট্যাটু—যা স্মৃতির জার্সি নম্বরের এবং প্রেমের এক অনন্য প্রকাশ। মাঠে স্মৃতির ব্যাটিংয়ে যেমন ঝড় ওঠে, তেমনই পলাশের সুরের জাদুতে মুগ্ধ শ্রোতারা। ভিন্ন দুই জগতের এই দু’জন একে অপরের সাফল্যে সমানভাবে পাশে থেকেছেন সবসময়।
যা খবর পাওয়া যাচ্ছে, আগামী ২০ নভেম্বর ২০২৫-এ হতে পারে তাঁদের বহু প্রতীক্ষিত বিয়ে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে পলাশের সাম্প্রতিক ইঙ্গিত ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে। ক্রিকেট ও সঙ্গীতের দুই তারকার জীবনের এই মিলন এখন শুধু এক সম্পর্ক নয়—এ এক ভালোবাসার সুর, যা গোটা দেশকে ছুঁয়ে যাচ্ছে।