বিয়ে ভাঙার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মান্ধানা, টি-২০ সিরিজের আগে মুখ খুললেন ভারতীয় ওপেনার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২০: দীর্ঘ নীরবতার পর অবশেষে নিজের পথ স্পষ্ট করে দিলেন স্মৃতি মান্ধানা। ব্যক্তিগত ঝড়ের মাঝেও ফের ক্রিকেটকেই জীবনের কেন্দ্রবিন্দু ঘোষণা করলেন ভারতীয় ব্যাটার। মালাবদলের দিনই যে বিয়ে ভেঙে দিয়েছেন, সে খবর প্রকাশ্যে আসতেই উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। তবে স্মৃতি শুরু থেকেই ইঙ্গিত দিচ্ছিলেন—প্রায়োরিটি একটাই, ক্রিকেট।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় মহিলা দলের আগামী টি-২০ সিরিজের সহ-অধিনায়ক স্মৃতি। ২১ ডিসেম্বর শুরু হতে চলা এই দ্বিপাক্ষিক লড়াই মহিলাদের বিশ্বকাপের পর ভারতের প্রথম আন্তর্জাতিক সিরিজ। মাঠে ফেরার আগে হরমনপ্রীত কউরের সঙ্গে এক অনুষ্ঠানে হাজির হয়ে প্রথমবার খুলে বললেন নিজের মানসিক লড়াই, ব্যক্তিগত সংকট আর ক্রিকেটে ফিরে আসার শক্তি নিয়ে।
স্মৃতির কথায়, “যেদিন ভারতীয় জার্সি পরে মাঠে নামি, সেদিন আর কিছু মনে থাকে না। মনে হয় দুই বিলিয়ন মানুষের প্রতিনিধি হয়ে ব্যাট হাতে নামছি দেশের জন্য।” বিয়ে-ভাঙার প্রসঙ্গেও পরোক্ষে বললেন—ফোকাস কখনও সরে যায় না, কারণ দেশই প্রথম।
সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে ডিসেম্বরের শুরুতে বিয়ে হওয়ার কথা থাকলেও শেষমেষ ব্যক্তিগত কারণে তা বাতিল করেন দু’জনেই। ওই অধ্যায় পিছনে ফেলে স্মৃতি এখন শুধু ক্রিকেটেই ডুবে থাকতে চান।
দলের মধ্যে মতভেদ নিয়েও তাঁর সোজাসাপটা মত—“ইস্যু নয় এগুলো। দেশের হয়ে জিততে নামলে তর্ক–বিতর্ক থাকবেই, সেটাই স্বাভাবিক।” ব্যক্তিগত চাপ, সম্পর্কের ভাঙন সব পিছনে ফেলে ভারতীয় ব্যাটার আবারও মাঠে ফিরছেন একমাত্র লক্ষ্য নিয়ে—দেশকে জেতানো।