উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত, সান্দাকফুতে হল তুষারপাত

দার্জিলিং পাহাড়ের বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও সান্দাকফুতে তুষারপাত হয়েছে। যা নিয়ে খুশি পর্যটকরা। তাঁরা শীতের আমেজ উপভোগ করছেন।

January 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
উত্তরবঙ্গ সান্দাকফুতে তুষারপাত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সক্রিয় উত্তুরে হাওয়া, শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, কোচবিহার থেকে আলিপুরদুয়ার; উত্তরবঙ্গের গোটা সমতলভাগে জাঁকিয়ে শীত পড়েছে। দার্জিলিং পাহাড়ের বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও সান্দাকফুতে তুষারপাত হয়েছে। যা নিয়ে খুশি পর্যটকরা। তাঁরা শীতের আমেজ উপভোগ করছেন। পাহাড় ও সমতলে এমন আবহাওয়া আরও কিছুদিন থাকবে।

ঘনকুয়াশার চাদরে ঢাকা থাকছে শিলিগুড়ি। আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। সূর্যের দেখা মেলছে না। শীতে কাবু গোটা শিলিগুড়ি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের রাস্তা থেকে লোকজনের সংখ্যাও কমে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হননি।

কোচবিহার জেলার অবস্থাও ছিল একই। দিনভর আকাশ মেঘলা ছিল। জেলার দিনহাটা, মাথাভাঙা, মেখলিগঞ্জ, তুফানগঞ্জ, হলদিবাড়ি প্রভৃতি এলাকারও অবস্থা ছিল একইরকম। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতেও ঠান্ডার দাপট বেড়েছে। মঙ্গলবার রাতে দার্জিলিং পাহাড়ের সান্দাকফুতে তুষারপাত হয়। দার্জিলিং শহরে বৃষ্টিও হয়েছে। কালিম্পং পাহাড়ও ঠান্ডার দাপট রয়েছে। শনিবার ফের পশ্চিমীঝঞ্ঝা সক্রিয় হবে। যার জেরে পাহাড়ের উঁচু এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শীতের দাপট আরও বাড়বে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen