হাওড়া শরৎ সদনে সোশ্যাল মিডিয়া সংগঠনের কনক্লেভে চাঁদের হাট
হাওড়ার শরৎ সদনে মঞ্চে CONCLAVE এর আয়োজন করেছিল সোশ্যাল মিডিয়া তৃণমূলের সর্ববৃহৎ গ্রূপ FAM।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৪ লোকসভা ভোটকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী রূপে দেখতে চেয়ে প্রচার অভিযান চালানোর কৌশল ঠিক করতে হাওড়ার শরৎ সদনে মঞ্চে CONCLAVE এর আয়োজন করেছিল সোশ্যাল মিডিয়া তৃণমূলের সর্ববৃহৎ গ্রূপ FAM। উক্ত সভা থেকেই আবারও স্লোগান উঠলো “বলছে বাংলার জনতা, প্রধানমন্ত্রী হোক মমতা”। এর আগে কলকাতায় মহানায়ক উত্তম কুমার মঞ্চে এই স্লোগানের সূচনা হয়।
এদিন সোশ্যাল মিডিয়ায় এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরাও। মন্ত্রী শশী পাঁজা, রাজ্য নেতা রাজীব ব্যানার্জি, বিধায়ক গৌতম চৌধুরী, বিধায়ক রানা চ্যাটার্জি, TMCP রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য্য,আইটি সেলের সাধারণ সম্পাদক মৃন্ময় মণ্ডল, তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল ও ঋজু দত্ত, হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র ও প্রমুখ।
দেখে নেওয়া যাক সেই অনুষ্ঠানের কিছু ছবি-









