বাবুল তৃণমূলে যোগ দিতেই সোশ্যাল মিডিয়া তোলপাড় নানা জল্পনায়
তৃণমূলের এক প্রবীণ নেতা ঘরোয়া আলোচনায় বলেন, প্রথম কথা হল বাংলায় বিজেপির সাংসদ সংখ্যা এক জন কমে গেল

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন সুপ্রিয় বড়াল তথা বাবুল সুপ্রিয়। এ ব্যাপারে বেশ কিছু সম্ভাবনা নিয়ে আলোচনা, জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজানীতিতে।
তৃণমূলের এক প্রবীণ নেতা ঘরোয়া আলোচনায় বলেন, প্রথম কথা হল বাংলায় বিজেপির সাংসদ সংখ্যা এক জন কমে গেল। তাঁর কথায়, “আমার ধারণা হল, বাবুল সুপ্রিয় আসানসোল লোকসভার বিজেপি সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন। তার পর সেই আসনে উপ নির্বাচন হবে। বিধানসভা ভোটের ফল অনুযায়ী আসানসোল লোকসভায় তৃণমূলের লিড ছিল। অর্থাৎ আসানসোলে উপ নির্বাচন হলে তৃণমূলের অনায়াসে জেতার কথা।”
তৃণমূল ঘেঁষা সোশ্যাল মিডিয়া গ্ৰুপে নানান জল্পনা শুরু হয়ে গেছে। কেউ বলছেন যে বাবুল সুপ্রিয়কেই তৃণমূলের টিকিটে আসানসোল লোকসভার উপ নির্বাচনে প্রার্থী করা হতে পারে। বাবুল যদি তাতে রাজি না হন, তিনি যদি নিরাপদে রাজ্যসভা থেকে নির্বাচিত হতে চান তা হলে তাহলে অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে মনোনীত করা হতে পারে বাবুলকে।
আরও একটি সম্ভাবনা নিয়ে এখন জল্পনা শুরু হয়ে গিয়েছে। তা হল আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক তথা বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পলকে নিয়ে। অগ্নিমিত্রা বাবুলের ভাল বন্ধু। তাঁকে আসানসোল দক্ষিণ আসন থেকে প্রার্থী করার নেপথ্যে বাবুলের ভূমিকা ছিল বলে অনেকে মনে করেন। ফলে অগ্নিমিত্রা আগামী দিনে কোন পথে হাঁটবেন তা নিয়ে এখন থেকেই কৌতূহল বাড়ছে।
একুশের বিধানসভা ভোটে বাংলায় ৭৭টি আসনে জিতেছিল বিজেপি। ইতিমধ্যেই ৪ জন বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। তা ছাড়া ২ জন সাংসদ যাঁরা বিধানসভা ভোটে জিতেছিলেন তাঁরা ইস্তফা দিয়েছেন। ফলে বিজেপির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭১। এ বার বাংলা থেকে লোকসভা আসনও কমল বিজেপির। ১৮ থেকে কমে দাঁড়াল ১৭।
আগামী দিনে আর কি হয় এখন সেটাই দেখার।