বিজেপি বিধায়ক ‘নিখোঁজ’? পোস্টার ঘুরছে সোশ্যাল মিডিয়ায়
শহরবাসীর পাশাপাশি খোদ বিজেপি কর্মীদের মধ্যেও তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই ক্ষোভের সঙ্গে বলছেন এমন বহিরাগতকে জয়ী করে কী লাভ হল! সূত্রের খবর, অশোকবাবু দিল্লিতে নিজ বাসভবনে রয়েছেন।

‘বিধায়ক অশোক লাহিড়ি নিখোঁজ’ এই মর্মে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল হচ্ছে বালুরঘাট থেকে। করোনা পরিস্থিতিতে নিজের বিধানসভা এলাকা বালুরঘাট ছেড়ে দিল্লিতে চলে গিয়েছেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি (Ashok Lahiri)। তিনি বালুরঘাটে থেকে রীতিমতো ভোটপ্রচার করেছিলেন। কিন্তু বিধানসভা ভোটে জেতার পর করোনা আবহে তাঁকে সেভাবে আর দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তাই ইতিমধ্যেই তাঁর নামে ‘নিখোঁজ বিধায়ক’ বলে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই পোস্ট শহরবাসীর পাশাপাশি শাসকের দল তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরাও শেয়ার করছেন। এতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। করোনা পরিস্থিতিতে শহরবাসীর পাশে রেড ভলান্টিয়ার, আরএসপি’র পাশাপাশি শাসক দল সহ পরাজিত তৃণমূল প্রার্থী শেখর দাশগুপ্তকেও মানুষের পাশে থাকতে দেখা গিয়েছে। সেখানে স্থানীয় বিধায়ক অশোকবাবুকে দেখতে না পাওয়ায় জনমনে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। শহরবাসীর পাশাপাশি খোদ বিজেপি কর্মীদের মধ্যেও তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই ক্ষোভের সঙ্গে বলছেন এমন বহিরাগতকে জয়ী করে কী লাভ হল! সূত্রের খবর, অশোকবাবু দিল্লিতে নিজ বাসভবনে রয়েছেন।
বিজেপির (BJP) দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি বিনয় বর্মন বলেন, বিধায়ক মানুষের পাশেই রয়েছেন। নানাভাবে মানুষকে সাহায্য করছেন। ব্যক্তিগত কাজে তিনি দিল্লি গিয়েছেন। ১৫ জুন ফিরবেন। অশোকবাবুর হয়ে তাঁর প্রতিনিধিরা কাজ করে চলেছেন। বিধায়কের নামে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যে প্রচার করা হচ্ছে।
তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক রাজেন শীল বলেন, বালুরঘাটের মানুষ আমাদের মেনে নিতে পারেনি। ভোটে পরাজিত হয়েও শেখরবাবু মানুষের জন্য কাজ করে চলেছেন। এদিকে জয়ী বিধায়ক দিল্লিতে নিজের বাড়িতে আরামে দিন কাটাচ্ছেন। মানুষ বুঝুক খাল কেটে কুমির নিয়ে আসার ফলাফল।
আরএসপি নেত্রী সুচেতা বিশ্বাস বলেন, শহরে শ্রমজীবী ক্যান্টিন বামেদের তরফে চালু করা হয়েছে। পাশাপাশি আরএসপি’র তরফে প্রতিদিন দুঃস্থদের খাওয়ান হচ্ছে। আমরা পরাজিত হয়ে মানুষের পাশে আছি। আর অশোকবাবু ভোটের আগেই বলেছিলেন তিনি মাঝেমধ্যে আসবেন। তাই এতে অবাক হওয়ার কী আছে।
নির্বাচনের আগে প্রার্থী ঘোষণার পরে অশোক লাহিড়ি বালুরঘাটের মাটিতে প্রথম দিন পা রেখেই বলেছিলেন তিনি জয় লাভ করলে বছরে কয়েক সপ্তাহ বালুরঘাটে থাকবেন। যা নিয়ে তীব্র সমলোচনার ঝড় উঠেছিল। তবে করোনার এই ভয়াবহ সময়ে দুঃস্থ অসহায়দের পাশে না দাঁড়িয়ে বালুরঘাট ছেড়ে চলে যাওয়ায় শহরে জুড়ে নিন্দার ঝড় উঠেছে। ইতিমধ্যে তাঁর নিখোঁজের পোস্টার সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। করোনার এই ভয়াবহ সময়ে অশোকবাবু একদিন কিছু মাস্ক বিতরণ করেছিলেন। তবে তিনি আর্থিক দিকে বলীয়ান হয়েও নিজ উদ্যোগে বিধানসভার মানুষের পাশে কেন দাঁড়ালেন না, তা নিয়ে সকলেই তীব্র কটাক্ষ শুরু করেছে।
