করোনা আক্রান্ত সোহম, ভর্তি হাসপাতালে

মঙ্গলবার গভীর রাতে তাঁকে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

September 30, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

টলিউডে ফের করোনাভাইরাসের থাবা। ভাইরাসে আক্রান্ত হলেন অভিনেতা সোহম চক্রবর্তী। তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। সোহমের শরীরে দেখা গিয়েছে করোনার উপসর্গ। মঙ্গলবার গভীর রাতে তাঁকে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই মৃদু উপর্সগ দেখা দিয়েছিল সোহমের শরীরে। তাই কোনও ঝুঁকি না নিয়ে করোনা পরীক্ষা করান তিনি। সোমবার রাতে করোনার রিপোর্ট এলে জানা যায়, তিনি ভাইরাসে সংক্রমিত। এরপরই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, সোহমের অবস্থা স্থিতিশীল। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। সোহমের স্ত্রী ও দুই সন্তানেরও করোনা পরীক্ষা করানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

তৃণমূল কংগ্রেসের নেতা সোহম যুব তৃণমূলের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। কোভিড পরিস্থিতির মধ্যেও একাধিক জেলায় সাংগঠনিক সভায় অংশ নিতে দেখা গিয়েছে তাঁকে। ২০১৬-র ভোটের আগে থেকেই তৃণমূলের হয়ে কাজ করা শুরু করেন সোহম। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বাঁকুড়ার বড়জোড়া কেন্দ্রে প্রার্থী করেছিলেন। কিন্তু সিপিএম প্রার্থীর কাছে হারতে হয়েছিল তাঁকে।

এর আগেও টলিউডের নানা অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড পজিটিভ হয়েছিলেন রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, কোয়েলের স্বামী নিশপাল রানে, পরিচালক রাজ চক্রবর্তী। সিনেমার পাশাপাশি টেলিভিশন জগতের অনেকেরও শরীরে বাসা বেঁধেছিল করোনাভাইরাস। টিভি সিরিয়ালের অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ও কোভিডে আক্রান্ত হয়েছিলেন। প্রত্যেকেই করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen