সৌর বিকিরণে ঝুঁকি! এয়ারবাস এ৩২০ নিয়ে বিশ্বজুড়ে সতর্কতা, ভারতেও উড়ানে জটিলতা বাড়ছে

November 29, 2025 | < 1 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৫৫: আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার আতঙ্ক এখনও কাটেনি। তার মধ্যেই ফের উদ্বেগ বাড়াল এয়ারবাসের একটি প্রযুক্তিগত সতর্কতা। ইউরোপের এই বিমান নির্মাতা সংস্থা জানিয়েছে—সৌর বিকিরণের প্রভাবে এ৩২০ সিরিজের বিমানের সফটওয়্যার ব্যাহত হতে পারে। এমন পরিস্থিতিতে সিস্টেম ব্যর্থতার ঝুঁকিও উড়ে আসছে, যা বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

এই সম্ভাব্য বিপদ এড়াতে বিশ্বজুড়ে প্রায় ৬ হাজার বিমানের সফটওয়্যার আপডেট শুরু করেছে এয়ারবাস। শুধু সফটওয়্যার নয়, দরকার হলে হার্ডওয়্যার পুনর্বিন্যাসও করতে হবে বলে জানিয়েছে তারা।

ভারতেও এই পরিস্থিতির প্রভাব স্পষ্ট। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া-সহ বাণিজ্যিক সংস্থাগুলির মোট প্রায় ৫৬০টি এ৩২০ বিমান নিয়মিত উড়ান চালায়। এর মধ্যে অন্তত ২৫০-৩০০ বিমানে জরুরি সফটওয়্যার আপডেট প্রয়োজন। ফলে শুক্রবার থেকেই দেশজুড়ে বিমান পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, “এয়ারবাসের নির্দেশ অনুযায়ী আমরা পূর্ণ সতর্কতায় কাজ শুরু করেছি। কিছু ফ্লাইটের সময়সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে।” এয়ার ইন্ডিয়ার বিবৃতিতে বলা হয়েছে, “আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। অধিকাংশ বিমান নিরাপদ হলেও কিছু রুটে বিলম্ব বা ফ্লাইট বাতিলের সম্ভাবনা রয়েছে।”

বিমান পরিষেবায় এই সাময়িক অসুবিধা যাত্রীদের জন্য অস্বস্তি তৈরি করলেও বিশেষজ্ঞদের মতে—দুর্ঘটনা ঠেকাতে এই সতর্কতা এখন সময়ের দাবি। নিরাপত্তাই প্রাধান্য, আর সেই লক্ষ্যেই আগাম ব্যবস্থা নিচ্ছে এয়ারবাস ও বিভিন্ন বিমান সংস্থা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen