আলিপুর জেল মিউজিয়ামে স্থান পাচ্ছে এবছরের সেরা কিছু দুর্গা প্রতিমা মূর্তি

স্থাপনাগুলো শুধু জেল জাদুঘরে নয়, নিউ টাউনের মাদারস ওয়াক্স মিউজিয়াম এবং রবীন্দ্র সরোবরের দুর্গা জাদুঘরেও থাকছে।

October 30, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৩-এর দুর্গাপুজোর বাছাই করা কিছু প্রতিমা মূর্তি এবং স্থাপনা আলিপুর জেল মিউজিয়ামে স্থায়ী জায়গা পাবে।

চালতাবাগান সর্বজনীন এবং অর্জুনপুর আমড়া সাবাই ক্লাবের দুর্গা প্রতিমা এবং সল্টলেক এফডি ব্লক এবং চেতলা অগ্রণীর স্থাপনাগুলি ইতিমধ্যেই এই মিউজিয়ামে পৌঁছে গেছে।

প্রসঙ্গত, প্রাচীন পিতল দিয়ে বানানো, এরকম দেখতে মাটি দিয়ে তৈরি চালতাবাগানের মূর্তিটি ১৩ ফুট উঁচু। কার্নিভালের পর অর্জুনপুর আমরা সবাই ক্লাবের মূর্তিও মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়। এই মূর্তিটি উচ্চতায় প্রায় ১৫ ফুট এবং দেখতে জনসাধারণের দেবতার মতো।

সল্টলেকের এফডি ব্লকের পুজো প্যান্ডেল। ছবি সৌজন্যে: FB/Paramita Banerjee

সল্টলেকের এফডি পার্কের পূজা প্যান্ডেলের কেন্দ্রীয় থিম ছিল ডোকরা শিল্প দ্বারা অনুপ্রাণিত ইনস্টলেশনগুলি৷ প্যান্ডেলটি ডোকরা শিল্প দ্বারা অনুপ্রাণিত ঘোড়ার চিত্র দ্বারা সজ্জিত একটি গ্রামের মতো পরিবেশ প্রদর্শন করে যা গ্রামের দুই পাশে প্রহরীর মতো দাঁড়িয়ে ছিল।

এই মিউজিয়াম পরিচালনার দায়িত্বে রয়েছে হিডকো। স্থাপনাগুলো শুধু জেল জাদুঘরে নয়, নিউ টাউনের মাদারস ওয়াক্স মিউজিয়াম এবং রবীন্দ্র সরোবরের দুর্গা জাদুঘরেও থাকছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen