‘ধুপগুড়ি, ময়নাগুড়ি নিয়ে রাজনীতি করছেন কেউ কেউ’, BJP-কে তীব্র আক্রমণ মমতার

October 14, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০৭: দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মিরিকের সুখিয়াপোখরিতে পৌঁছান সেখানেই বন্যা পরিস্থিতির বিস্তারিত পর্যালোচনার করেন তিনি। এরপর বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘কেউ কেউ ধুপগুড়ি, ময়নাগুড়ি নিয়ে রাজনীতি করছেন।’

সাম্প্রতিক দুর্যোগে উত্তরবঙ্গের একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে বিভিন্ন জায়গায় গিয়ে ত্রাণ বিলি ও প্রশাসনিক তদারকি করছেন। সেই প্রেক্ষিতেই মঙ্গলবার তিনি বলেন, ‘সেখানে তিনবার রিলিফ দেওয়া হয়েছে। কেউ কেউ মানুষকে হতাশ করেছেন। তাঁরা এ কাজ না করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। তাঁদের সাহায্য করুন। ব্যবসা করবেন করুন। কিন্তু তার পরেও একটা দায় থেকেই যায় মানুষের জন্য। কোনও কিছু করবেন না, আর বিজেপির টাকায় বড় বড় ভাষণ দেবেন।’

বিজেপি (BJP) নেতাদের কার্যকলাপ নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর কটাক্ষ, ‘একদিন ফটো তুলে পালিয়ে গিয়েছেন বিজেপি নেতারা। আর ওদের কোনও পাত্তা আছে?’ কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। সেতু নির্মাণ থেকে শুরু করে দুর্যোগ মোকাবিলায় কেন্দ্রের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট বার্তা দেন, মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানো শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, এটি মানবিক দায়বদ্ধতা। তিনি বলেন, ‘মানুষের কাছে আমি সবসময় রয়েছি।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen