SIR: সোনাগাছির যৌনকর্মীদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবি

November 16, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫.০০: বাংলায় বিশেষ নিবিড় পুনর্বিবেচনা প্রক্রিয়া (Special Intensive Revision) শুরু হতে সোনাগাছির যৌনকর্মীরা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন। বহু যৌনকর্মীই আশঙ্কা করছেন যে নথিপত্রের অভাবে তাঁদের নাম বাদ পড়ে যেতে পারে, কারণ দীর্ঘদিন ধরে তাঁরা পরিবারের সঙ্গে যোগাযোগহীন এবং নিজেদের জন্মভিটের সাথেও অনেকের আর কোনো যোগ নেই।

যৌনকর্মীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত আবেদন জমা দিয়েছে। তাঁদের দাবি, সোনাগাছির মধ্যেই বিশেষ শিবির বসানো হোক, যেখানে সরাসরি নিবন্ধনের সুযোগ থাকবে। তাঁরা প্রস্তাব দিয়েছেন যে যৌনকর্মীরা নিজের বাসস্থানের স্বঘোষণা দিতে পারবেন এবং প্রয়োজনে কোনো স্বেচ্ছাসেবী সংস্থা বা সহকর্মীর যাচাই গ্রহণ করা যেতে পারে।

দুর্বার মহিলা সমন্বয় সমিতির সোনাগাছি শাখার সম্পাদক বিশাখা লস্কর সংবাদমাধ্যমকে জানান, যৌনকর্মীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, অনেকেই বহু বছর আগে বাড়ি ছেড়ে আসার পর থেকে আর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন না। ফলে তাঁদের বেশিরভাগের কাছেই স্থায়ী নথিপত্র নেই, যা এসআইআরে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

বিশাখা লস্কর বলেন, যৌনকর্মীদের প্রথম ভোটার পরিচয়পত্র প্রদান হয়েছিল ২০০২ সালে, তারপর থেকেই তাঁরা ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হন। বর্তমানে বহু যৌনকর্মীর কাছেই আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ডের মতো সরকারি নথি রয়েছে। এসব নথিকেই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিবেচনায় নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি। যৌনকর্মীদের দাবি, তাঁদের অধিকার উপেক্ষিত হলে গণতন্ত্র অসম্পূর্ণ থেকে যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen