স্বামীর অপেক্ষায় বীরভূমে সোনালি, মনখারাপকে সঙ্গী করে অবশেষে ফিরলেন বীরভূমের বাড়িতে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৪৩: বাংলাদেশ (Bangladesh) থেকে দেশে ফেরার পর অবশেষে নিজের বাড়িতে পা রাখলেন বীরভূমের সোনালি বিবি (Sonali Bibi)। গত শুক্রবার দেশে ফিরলেও শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালেই ঠাঁই হয়েছিল তাঁর। টানা পাঁচ দিন চিকিৎসার পর বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে পাইকরের বাড়িতে ফিরলেন তিনি। দীর্ঘদিনের বন্দিদশা ও উৎকণ্ঠার পর ঘরের মেয়ে ঘরে ফেরায় পরিবারে স্বস্তি ফিরলেও, সোনালির মনে শান্তি নেই। কারণ, স্বামী দানিশ শেখ (Danish Sheikh) এখনও ওপার বাংলাতেই আটকে। স্বামীর ফেরার পথ চেয়েই এখন দিন গুনছেন তিনি।
ঘটনার সূত্রপাত কয়েক বছর আগে। পেটের টানে বীরভূমের পাইকর থেকে স্ত্রী সোনালি বিবি ও সন্তানকে নিয়ে দিল্লিতে কাজে গিয়েছিলেন দানিশ শেখ। অভিযোগ, সেখানে বাংলা ভাষায় কথা বলার ‘অপরাধে’ তাঁদের বাংলাদেশি বলে সন্দেহ করে দিল্লি পুলিশ (Delhi Police)। গত জুন মাসে অন্তঃসত্ত্বা সোনালি, তাঁর স্বামী, সন্তান-সহ মোট ছয়জনকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ‘পুশব্যাক’ করা হয়। এরপর সেখানের জেলে বন্দি জীবন কাটাতে হয় তাঁদের।
এই ঘটনা নিয়ে মামলা গড়ায় কলকাতা হাই কোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে (Supreme Court)। দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে মুক্তি পান তাঁরা। গত শুক্রবার রাতে মালদহের মেহেদিপুর সীমান্ত হয়ে দেশে প্রবেশ করেন সোনালি ও তাঁর ছেলে। কিন্তু আইনি জটিলতায় স্বামী-সহ পরিবারের বাকি ৪ জন এখনও বাংলাদেশে আটকে রয়েছেন।
দেশে ফেরার পরই শারীরিক দুর্বলতার কারণে সোনালিকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছিল বিশেষ মেডিক্যাল টিম (Medical team)। বুধবার সুস্থ হয়ে বাড়ি ফিরলেও মনের জোর পাচ্ছেন না সোনালি। এতদিন পর নিজের ছাদ ফিরে পেলেও জীবনসঙ্গী পাশে নেই। সোনালির এখন একটাই আরজি, যত দ্রুত সম্ভব স্বামী ও পরিবারের বাকি সদস্যরা দেশে ফিরুক। আপাতত সেই অপেক্ষাতেই অশ্রুসজল চোখে দিন কাটছে বীরভূমের এই বধূর।