বলিউডে কামব্যাক করেই ‘ব্লাইন্ড’, OTT-তে আসছে নতুন ছবি, মুক্তি কবে?

মাতৃত্বকালীন বিরতির পর ফের বড়পর্দায় ফিরে আসছেন বলিউড অভিনেত্রী সোনম কপুর আহুজা

July 5, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
বলিউডে কামব্যাক করেই ‘ব্লাইন্ড’, OTT-তে আসছে নতুন ছবি, মুক্তি কবে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বলিউডে ফিরছে সোনম। ভক্তদের বহু প্রতীক্ষার অবসানও ঘটতে চলেছে। তবে এবারে একেবারে অন্যলুকে দেখা যাবে সোনমকে।

মাতৃত্বকালীন বিরতির পর ফের বড়পর্দায় ফিরে আসছেন বলিউড অভিনেত্রী সোনম কপুর আহুজা। OTT-তে ডেবিউ করতে চলেছেন তিনি। শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘ব্লাইন্ড’ চলচ্চিত্রে।

এই ক্রাইম-থ্রিলারটি একজন অন্ধ পুলিশ অফিসার, গিয়া (সোনম কাপুর) কে ঘিরে আবর্তিত হয়, যিনি একজন বিপজ্জনক সিরিয়াল কিলারকে খুঁজে বের করার জন্য যাত্রা শুরু করেন।

ছবিটি, যা একই নামে ২০১১ সালের কোরিয়ান মুভির একটি রূপান্তর। ছবিটিতে পুরব কোহলি, বিনয় পাঠক, লিলেট দুবে, শুভম সরফ, লুসি আরডেন এবং জাভেদ খান প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।

সোম মাখিজা দ্বারা পরিচালিত, এই রোমহর্ষক থ্রিলারটি ৭ জুলাই, ২০২৩-এ JioCinema-এ মুক্তি পাবে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সোনম কাপুরের কয়েকটি ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘অন্ধদের জগতের এক ঝলক’। একটি ছবিতে দেখা যাচ্ছে, সোনম বন্দুক ধরে রয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen