চলতি সংসদ অধিবেশনের পরিস্থিতি নিয়ে তৃণমূল সাংসদের সঙ্গে আলোচনা সোনিয়ার

বুধবার রাজ্যসভায় তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সংঘাত পর্বের বর্ণনা সোনিয়া গান্ধী শুনলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেকের কাছ থেকে। দীর্ঘদিন পরে রাজ্যসভার দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সংসদীয় দপ্তরে যান তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও। সূত্রের খবর, কফি পানের পাশাপাশি প্রায় আধঘণ্টা ধরে বিরোধী রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে দু’পক্ষের।

March 21, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার রাজ্যসভায় তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সংঘাত পর্বের বর্ণনা সোনিয়া গান্ধী শুনলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেকের কাছ থেকে। দীর্ঘদিন পরে রাজ্যসভার দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সংসদীয় দপ্তরে যান তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও। সূত্রের খবর, কফি পানের পাশাপাশি প্রায় আধঘণ্টা ধরে বিরোধী রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে দু’পক্ষের।

তৃণমূল সূত্রের বক্তব্য, এদিন মূলত আলোচনা হয়েছে গতকাল রাজ্যসভায় তৃণমূল সাংসদ সাকেত গোখলের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তথা তিন কেন্দ্রীয় মন্ত্রীর তুমুল বাকবিতন্ডা নিয়ে। সোনিয়া গতকাল অধিবেশনে উপস্থিত ছিলেন না। তিনি কংগ্রেস এবং তৃণমূল সাংসদের কাছে বুঝতে চান বিষয়টি ঠিক কী হয়েছিল। কংগ্রেসের প্রমোদ তিওয়ারি এবং রজনী পাটিল তাঁকে গোটা বিষয়টি বুঝিয়ে বলেন। ছিলেন কংগ্রেসের আর এক সাংসদ দিগ্বিজয় সিংহও। এই আলোচনার সময় ডেরেকও ছিলেন আগাগোড়া। তিনিও আলোচনায় যোগ দেন। এই কথাবার্তা চলাকালীনই ঘরে ঢোকেন খাড়গে।

তবে এই আলোচনা মোটেই মল্লিকার্জুন খাড়গের ডাকা রুটিন বৈঠক ছিল না। রাজ্যসভার দলনেতা সাধারণত অধিবেশনের দিন সকালে নিজের ঘরে অন্য দলের দলনেতাদের সঙ্গে প্রায় প্রতিদিন বৈঠক করেন সমন্বয় সাধণের জন্য। তৃণমূল সচরাচর সেই বৈঠকে যোগ দেয় না। তৃণমূল সূত্রের খবর, খাড়গের ডাকা সরকারি বৈঠক এটা নয়। যেহেতু সাকেতের সঙ্গে রাজ্যসভায় শাহের বিতণ্ডা হয়, তাই রাজ্যসভার বিরোধী দলনেতা হিসাবে খাড়গের সঙ্গে এ নিয়ে কথা বলতে গিয়েছিলেন ডেরেক। সেখানেই দেখা হয় সোনিয়ার সঙ্গে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen