ভবানীপুরে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তের নেপথ্যে সোনিয়া?

কংগ্রেস সূত্রের খবর, এই সিদ্ধান্তের পিছনে কমলনাথের মতো সনিয়া গাঁধীর আস্থাভাজন নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে

September 9, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

এত দিন রাহুল গাঁধীর নীতি ছিল, কোনও রাজ্যে দলের কৌশল কী হবে, তা প্রদেশ কংগ্রেস নেতারাই ঠিক করবেন। হাই কমান্ড সেখানে নাক গলাবে না। রাহুলের এই নীতির জন্যই ২০১৯-এর লোকসভা বা ২০২১-এর বিধানসভায় কংগ্রেস নেতৃত্ব তৃণমূলের সঙ্গে জোটের চেষ্টা করেনি।

এ বার ভবানীপুরের উপ-নির্বাচনে অধীর চৌধুরীদের প্রার্থী দিতে নিষেধ করে কংগ্রেস হাই কমান্ড ‘রাহুল নীতি’ থেকে সরে এল বলেই মনে করছেন কংগ্রেস নেতারা। এআইসিসি-র এক নেতা বলেন, ‘‘প্রয়াত আহমেদ পটেল মনে করতেন, পশ্চিমবঙ্গে বামেদের শক্তি ফুরিয়ে এসেছে। তাদের সঙ্গে জোট না করে জাতীয় রাজনীতির স্বার্থে তৃণমূলের সঙ্গেই জোট করা উচিত কংগ্রেসের। কিন্তু রাহুল গাঁধী বরাবরই তা নাকচ করে দিয়েছেন। কারণ, প্রদেশ কংগ্রেসের নেতারা তৃণমূলের সঙ্গে জোট চাননি। এ বারই প্রথম হাই কমান্ড রাজ্যের নেতাদের প্রস্তাব নাকচ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিল।’’

কংগ্রেস সূত্রের খবর, এই সিদ্ধান্তের পিছনে কমলনাথের মতো সনিয়া গাঁধীর আস্থাভাজন নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রয়াত পটেলের মতো এই প্রবীণ নেতাদেরও মত, বাংলায় সিপিএমের সঙ্গে জোট করে কংগ্রেসের লাভ হচ্ছে না। এই প্রবীণ নেতাদের অনেকেই মমতা কংগ্রেসে থাকার সময় তাঁর সঙ্গে কাজ করেছেন। সে দিক থেকেও তাঁরা মমতাকে পাশে রাখার পক্ষে।

মমতার বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তকে কংগ্রেস নেতারা সনিয়া গাঁধীর ‘রাজনৈতিক বুদ্ধিমত্তার প্রমাণ’ বলেও দাবি করছেন। তাঁদের যুক্তি, কংগ্রেস নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী না দিয়ে বার্তা দিলেন, তাঁরা বিজেপি বিরোধী জোট চাইছেন। সে জন্য মমতাকে তাঁর মাঠে জায়গা ছেড়ে দিতেও কংগ্রেস তৈরি। এ বার তৃণমূল নেতৃত্বকে ঠিক করতে হবে, তাঁরা কোন দিকে যাবেন। তাঁরাও কংগ্রেসকে পাল্টা জায়গা ছাড়বেন, না কি কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে বিরোধী ঐক্যে সমস্যা তৈরি করবেন। কংগ্রেস নেতাদের বক্তব্য, সিবিআই-ইডির ভয়ে কংগ্রেস ঘরে ঢুকে পড়েছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমালোচনা করছেন। তার আগে সংসদের অধিবেশনের সময়েও তৃণমূলের প্রথম সারির অধিকাংশ নেতা রাহুলের প্রাতরাশের আমন্ত্রণ এড়িয়ে গিয়েছেন। তা সত্ত্বেও সনিয়া ভবানীপুরে মমতাকে সৌজন্য দেখিয়ে তাঁর কোর্টে বল ঠেলে দিলেন। প্রসঙ্গত, আজ মমতাও বলেন যে কেন্দ্র এজেন্সির ভয় দেখিয়ে কংগ্রেসকে জব্দ করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen