বাদল অধিবেশনে থাকবেন না সোনিয়া, স্ট্র্যাটেজি ঠিক করতে কংগ্রেসের বৈঠক আজ

ভার্চুয়াল ওই বৈঠকে লোকসভা ও রাজ্যসভার নেতা, উপনেতা, মুখ্যসচেতকরা হাজির থাকবেন।

September 8, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

সংসদের বাদল অধিবেশনে সরকারকে চেপে ধরার স্ট্র্যাটেজি ঠিক করতে আজ সংসদীয় দলের বৈঠকে বসছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। আগামী সোমবার ১৪ তারিখ থেকে শুরু হচ্ছে অধিবেশন। তবে করোনার সংক্রমণ এড়াতে সোনিয়া গান্ধী এবার সংসদে আসবেন না বলেই ঠিক করেছেন। তাই সভার মধ্যে সরকারকে কী কী ইস্যুতে কোণঠাসা করা হবে, তা ঠিক করতেই দলের এমপিদের নিয়ে আজ আলোচনায় বসছেন তিনি। ভার্চুয়াল ওই বৈঠকে লোকসভা ও রাজ্যসভার নেতা, উপনেতা, মুখ্যসচেতকরা হাজির থাকবেন।

লাদাখে চীনের আগ্রাসন, করোনা, জাতীয় শিক্ষানীতির মতো ইস্যু তো থাকবেই। তবে রাজ্যগুলিকে জিএসটি’র ক্ষতিপূরণ না দেওয়া এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দেওয়ার প্রতিবাদে কংগ্রেস সংসদে সবেচেয়ে বেশি সরব হবে বলেই জানা যাচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ নিয়েও সরব হয়েছেন রাহুল গান্ধী। কোভিড পরিস্থিতিতে এবার অধিবেশনে মৌখিক প্রশ্নোত্তর পর্ব থাকছে না। তাই কীভাবে লিখিত প্রশ্নবাণে সরকারকে চেপে ধরা যায়, তা নিয়েও সোনিয়ার ডাকা বৈঠকে স্ট্র্যাটেজি তৈরি হবে বলে খবর। রাজ্যগুলির কথা না শুনেই করোনাকে ঢাল করে মোদি সরকার গোটা দেশে ছড়ি ঘোরাচ্ছে বলেই কংগ্রেসের অভিযোগ। বিপর্যয় মোকাবিলা আ‌ইনবলে রাজ্যগুলির উপর যেভাবে নির্দেশ চাপিয়ে দেওয়া হচ্ছে, তা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী বলেই তোপ দেগেছে কংগ্রেস। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen